মুম্বই: হিন্দি সিনে ইন্ডাস্ট্রিতে রয়েছে অনেক বর্ণময় চরিত্র। পর্দায় তাঁদের অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সাধারণত, সিনেমার কাহিনী আবর্তিত হয় নায়ক-নায়িকাকে ঘিরে। কিন্তু হিন্দি সিনেমায় এমন বেশ কিছু সিনেমা রয়েছে, যেগুলি নায়ক বা নায়িকা নয়, নজর কেড়ে নিয়েছেন খলনায়করাই। ওই ভিলেনদের জন্যই সংশ্লিষ্ট সিনেমাগুলি দর্শকদের স্মৃতিতে অমলিন থাকে। যেমন 'শান' সিনেমা। এই সিনেমায় খলনায়ক 'শাকাল'-এর চরিত্র দর্শকদের নজর কেড়ে নিয়েছিল। আর এই চরিত্রকে পর্দায় যিনি জীবন্ত করে তুলেছিলেন, তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কুলভূষণ খারবান্দা। রূপোলি পর্দায় সুদীর্ঘ কেরিয়ারে তিনি সমস্ত ধরনের চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু শাকাল-এর চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে অমলিন।
আজ কুলভূষণ খারবান্দার জন্মদিন। ১৯৪৪-এর ২১ অক্টোবর পঞ্জাবে জন্ম কুলভূষণ খারবান্দার। পড়াশোনার জন্য দিল্লিতে এসেছিলেন তিনি। দিল্লির কিরোডিমল কলেজে পড়াশোনা করেন তিনি। দীর্ঘদিন তিনি রাজধানীতেই ছিলেন। ছোটবেলা থেকেই অভিনয় সম্পর্কে খুবই আগ্রহী ছিলেন তিনি। কলেজে পড়াশোনার দিনগুলিতে থিয়েটারে মজেছিলেন তিনি। কুলভূষণ খারবান্দা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, পড়াশোনা শেষ করার পর একটি থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে 'অভিযান' নামে এক থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। পরে 'যান্ত্রিক' নামে অন্য একটি থিয়েটার গ্রুপে সামিল হন তিনি।
রূপোলি পর্দায় আসার আগে থিয়েটারই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কলকাতার শিল্পী শ্যামানন্দ জালানের 'পদাতিক'-এর হয়ে বহু থিয়েটারে কুলভূষণ খারবান্দা অভিনয় করেছিলেন। বেশ কিছু জনপ্রিয় থিয়েটারে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয় প্রতিভা মুগ্ধ করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালকে। এই কিংবদন্তী পরিচালকের ডাকেই মুম্বই পাড়ি দিয়েছিলেন কুলভূষণ খারবান্দা। সময়টা ছিল ৭০-এর দশক। মুম্বইতে এসে হিন্দি সিনেমায় কেরিয়ার শুরু করেন কুলভূষণ খারবান্দা। শ্যাম বেনেগালের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন তিনি। 'নিশান্ত', 'মন্থন', 'ভূমিকা', 'জুনুন', 'কলযূগ', 'ত্রিকাল'-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়াও মহেশ ভট্টর 'আর্থ', গিরিশ কনরাডের 'উৎসব', মুজফফর আলির 'উমরাও জান'-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
সমান্তরাল সিনেমার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক সিনেমাতেও তাঁর অভিনয় দক্ষতায় দর্শকের মুগ্ধ করেছেন কুলভূষণ। 'শক্তি', 'সিলসিলা', 'বর্ডার', 'ঘায়েল', 'লগান'-এর মতো সিনেমায় আসামান্য অভিনয় করেছেন তিনি।
বর্তমানে ওয়েব সিরিজেও অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।