কলকাতা: উৎসবের মরসুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বুধবারের পর বৃহস্পতিবার। আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। 


মাঝে দু’-একদিনের বিরতি দিলেও গতকাল থেকে পরপর ২ দিন ফের ঊর্ধ্বগতি জ্বালানির মূল্য। আজ ১০৭ টাকা ছাড়িয়ে গেল পেট্রোল। লিটারে ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১০৭ টাকা ১১ পয়সা। 


সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৩৮ পয়সা। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১২ টাকা ৪৪ পয়সা। ১০০ পার করে ডিজেলের দাম হয়েছে ১০৩ টাকা ২৬ পয়সা। 


আরও পড়ুন: 'সবার বিনাশ, মূল্যবৃদ্ধির বিকাশ' , পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে রাহুলের কটাক্ষ


বুধবারই কলকাতায় ৩৫ পয়সা বেড়ে ডিজেলের লিটার পেরিয়ে যায় ৯৮-এর গণ্ডী। ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম হয় ১০৬ টাকা ৭৭ পয়সা লিটার। যা ছিল সর্বকালীন রেকর্ড। আজ সেই দামকেও ছাপিয়ে নতুন রেকর্ড গড়ল জ্বালানি মূল্য। 


পরিসংখ্যান বলছে, শুধু অক্টোবরেই কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটারে প্রায় পাঁচ টাকা। গত ২০ দিনে পেট্রোলের দাম লিটারে বেড়েছে সাড়ে চার টাকারও বেশি। এক বছরে পেট্রোল লিটারে বেড়েছে ২৪ টাকারও বেশি, আর ডিজেল প্রায় ২৫ টাকা।


উৎসবের মরশুমে জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সবজি থেকে মাছ-মাংস, ভোজ্য তেল। সবেরই আগুন দাম। আরও কঠিন হয়ে পড়েছে আমজনতার জীবনযাত্রা। 


জ্বালানির আগুনে দামের জন্য, বিশ্ব বাজারে অশোধিত তেলের দামকে দায়ী করছে কেন্দ্র। তবে ডিলারদের দাবি, কেন্দ্রের এই যুক্তির সারবত্তা নেই। 


আরও পড়ুন: বেড়েই চলেছে পেট্রোপণ্যের মূল্য, বিমানের তুলনায় ৩০ শতাংশ বাড়ল অটোর জ্বালানির দাম


ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব প্রসেনজিৎ সেন বলেন, ক্রুড অয়েল কিনে সঙ্গে সঙ্গে পেট্রোল, ডিজেল তৈরি করলাম এমন নয়, ৬ মাস আগে কেনা হয়, পুরনো তেল এখন বিক্রি হচ্ছে তখন কম দামে কেনা হয়েছিল।


পাম্প মালিকদের দাবি, লাগামছাড়া পেট্রোল, ডিজেলের জন্য মার খাচ্ছে ব্যবসা। একজন বললেন, যত দাম বাড়বে তত বিক্রি কমবে, পরিবহণ খরচ বাড়বে এর নেতিবাচক প্রভাব পড়বে। 


ইতিমধ্যে দেশের একডজনের বেশি রাজ্যে সেঞ্চুরি পার করেছে ডিজেল। ১০০-র খাঁড়া ঝুলছে কলকাতার উপরও। সেই লজ্জার রেকর্ড ছুঁলে পাম্পে আলো বন্ধ করে পেট্রোল-ডিজেল কেনা-বেচা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।