কলকাতা: রানাঘাট স্টেশন থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের একটি ভিডিও আপলোড, মুহূর্তে বদলে দিল রাণু মণ্ডলের দুনিয়া। ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়ে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে যান রাণু। তারপরই হিমেশ রেশমিয়ার সুরে প্লে ব্যাক করার সুযোগ পান রাণু মণ্ডল।
তাঁকে নিয়ে এখন চর্চার অন্ত নেই। রাণুর নাম না করেই, তাঁকে নিয়ে কথা বলেছেন লতা মঙ্গেশকরও। তাঁর অভিমত, অনুকরণ করে খুব বেশিদূর যাওয়া যায় না, স্বতন্ত্র গায়কী থাকা প্রয়োজন। লতাজীর সমালোচনার জবাবে রাণু বলেন, উনি আমার সিনিয়র!
এবার রাণুর জন্য আরও বড় চমক। তাঁর সঙ্গে প্লে ব্যাক করতে আপত্তি নেই কুমার শানুরও। সম্প্রতি পুজোর অ্যালবাম লঞ্চ অনুষ্ঠানে জানালেন শানু।
শানু জানান, তিনি শুনেছেন, হিমেশের সঙ্গে গান গেয়েছেন রাণু। তবে শোনার সুযোগ হয়নি। ভাল প্রস্তাব পেলে নিশ্চয়ই রাণুর সঙ্গে গান করার কথা ভাববেন বলিউডের এই জনপ্রিয় শিল্পী।
সেই সঙ্গে শানুর দাবি, ইদানীং নানারকম প্রযুক্তির সাহায্য নিয়ে অ-গায়করাও গায়ক হয়ে উঠছেন। নতুন প্রযুক্তি সঙ্গীতজগতের পরিস্থিতিই বদলে দিয়েছে অনেকটা।
এবার পুজোয় শানুর নিবেদন ‘খেয়ালি দিন’। ৯০-এর দশকের স্মৃতি ফিরিয়ে আনবে এই অ্যালবামের গান, দাবি শানুর।