কলকাতা: যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার, সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে, মুম্বই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ। বুধবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে, তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক সঞ্জয় চক্রবর্তীকে ১৮ নভেম্বর অবধি পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। আর এই ঘটনায় শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিংহ (Arijit Singh) -দের আক্রমণ শানিয়েছেন রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 


নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া ঘোষালদের নিশানা কুণাল ঘোষের। এদিন তিনি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখেন, 'পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে আরেক গায়কের ফ্ল্যাট থেকে গ্রেফতার। আশা করি মুম্বই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া এই ঘটনা নিয়ে বিবৃতি দেবেন। একটি করে গান শোনাবেন। মুম্বই বা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে.... আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী? বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রে হলে ঘুমোন? বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান। জাগবেন? আর কবে?'


কেন এই আক্রমণ করেছেন কুণাল। এর কারণ অনুসন্ধান করতে গেলে ফিরে যেতে হবে আরজি কর কাণ্ডে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গান বেঁধেছিলেন অরিজিৎ সিংহ। 'আর কবে আর কবে আর কবে...' অরিজিতের কন্ঠে, অরিজিতের গলায় সেই গান ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। আরজি কর আন্দোলনের স্লোগান হয়ে দাঁড়িয়েছিল এই 'আর কবে' লাইনটি। গানটি যাতে সমস্ত জায়গায় ব্যবহার করা যায়, যাতে এই গানকে ব্যবহার করে ছড়িয়ে পড়তে পারে আন্দোলন সেই কারণেই অরিজিৎ গানটি থেকে সমস্ত সত্ত্ব তুলে নিয়েছিলেন। অনুমতি দিয়েছিলেন গানটি যে কোনও জায়গায় ব্যবহার করার জন্য। 


অন্যদিকে আরজি করের ঘটনার জন্য প্রথমে কলকাতায় নিজের গানের অনুষ্ঠান পিছিয়ে দেন শ্রেয়া। পরে অনুষ্ঠানে এসে শ্রেয়া আরজি কররের ঘটনা নিয়েও একটি গান বাঁধেন। দর্শকদের শোনান নতুন গান। আবেদন করেন, নতুন গানে উচ্ছ্বাস না প্রকাশ করতে কারণ এটা প্রতিবাদের গান। শ্রেয়ার সেই গানও ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। আর এবার, কেন সঞ্জয় চক্রবর্তীর ঘটনা নিয়ে শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিংহ কোনও বিবৃতি দিচ্ছেন না তা নিয়ে তাঁকে বিঁধলেন কুণাল ঘোষ। 


আরও পড়ুন: Sobhita Dhulipala-Naga Chaitanya: আগামী মাসেই বিয়ে, পরিবারের আবেগকে মর্যাদা দিয়েই বিবাহের জায়গা বাছলেন নাগা চৈতন্য ও শোভিতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।