কলকাতা: শহর জোড়া পোস্টার... নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে একের পর এক ক্লিপিংস! ছবির প্রচারে কোনও খামতি রাখছে না টিম 'টেক্কা' (Tekka)। একদিকে যেমন শহর জুড়ে চলছে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ, আন্দোলন.. পাশাপাশি ছবির প্রচারও করছেন তারকারা। এটাই তো তাঁদের রুজিরুটি! কিন্তু এবার, ছবির প্রচারে আরজি কর আবেগকে কাজে লাগানোর অভিযোগ তুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর নিশানায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। একটি ছবির পোস্টার ও সেখানে লেখা লাইনকে শেয়ার করে কুণালের অভিযোগ, এখানে 'মেয়ে' শব্দের ব্যবহারে টেনে আনা হয়েছে আরজি কর ইস্যুকে।
সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, একটি পোস্টার। সেখানে স্বস্তিকার 'টেক্কা' লুকের ছবি। পাশে লেখা, 'আমার মেয়েকে ফেরাবে কে?' এই ছবি পোস্ট করে কুণাল লিখেছেন, 'যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RG Kar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। 'উৎসবে ফিরব না' অথচ 'সিনেমার পোস্টারে ফিরব', এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।' নিজের এক্স হ্যান্ডেলে (প্রাক্তন ট্যুইটার) এই ছবিটি শেয়ার করে এই মন্তব্য করেছেন কুণাল।
এই প্রথম নয়.. এর আগেও ছবির প্রচার করা নিয়ে আক্রমণের সম্মূখীন হতে হয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যখন আরজি কর আন্দোলনের প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আপনাদের অনুরোধ করছি, উৎসবে ফিরে আসুন', সেই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছিলেন স্বস্তিকা। কেবল স্বস্তিকা নয়, আন্দোলনকারীদের একটা বড় অংশ ফেটে পড়েছিল মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে। স্লোগান উঠে গেল, 'উৎসবে ফিরছি না।' স্বস্তিকা নিজেও এই স্লোগান দিয়ে রাস্তায় নেমেছেন। প্রতিবাদ করেছেন। তবে পাশাপাশি তিনি ছবির প্রচারও চালিয়ে গিয়েছেন। সঙ্গে সোজাসাপটা জানিয়েছেন, অভিনয়ই তাঁর রুজিরুটি। তাই আন্দোলনের পাশাপাশি তিনি তাঁর কাজ নিয়েও চুক্তিবদ্ধ। সেই কারণেই তিনি ছবির প্রচার করছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।