কলকাতা: ক্যালেন্ডার বলছে পুজো এসে গিয়েছে। আর মাত্র দিন ২০ বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। উৎসব? এই বছর যেন কলকাতার সেই উৎসবের আবহই নেই। প্রস্তুতি চলছে বটে.. কিন্তু বাতাসে যেন নেই পুজোর সেই চেনা গন্ধটাই। বদলে গোটা কলকাতা মুখরিত আন্দোলনে, স্লোগানে, বিচারের দাবিতে। আরজি কর কাণ্ডকে মানুষ যেন মন থেকে মুছে ফেলতে পারছে না। তিলোত্তমা এখনও বিচার পায়নি.. এই ভাবনাই যেন কুড়ে কুড়ে খাচ্ছে বাংলার প্রায় প্রতিটা মানুষকেই। আর এই পরিস্থিতির মধ্যেই ১০০ বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপুজো। এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) ও কোয়েল মল্লিক (Koel Mallick)। এই পুজো যে তাঁদেরই ভবানীপুরের আদি বাড়ির, সেটা সর্বজনবিদিত। তবে এইবার পুজোয় কেমন প্রস্তুতি চলছে মল্লিক বাড়িতে? ১০০ বছরে কি পুজোর জাঁকজমক থাকছে আরও বেশি নাকি আরজি কর কাণ্ডের আবহে মল্লিক বাড়ির পুজোর আনন্দও এই বছর ম্লান? খোঁজ করল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। 


জন্মাষ্টমীর দিন থেকে প্রত্যেক বছরই মল্লিকবাড়িতে ঠাকুর গড়া শুরু হয়ে যায়। এই বছরও তার অন্যথা হয়নি। তবে পুজোর আনন্দ যেন এই বছর একটু ম্লান। এবিপি লাইভ বাংলাকে রঞ্জিত মল্লিক বলছেন, '১০০ বছরে আমাদের বাড়ির পুজো কোনোদিন বন্ধ হয়নি। পরিবারে বিপর্যয় এসেছে, এমনকি মৃত্যুর মতো ঘটনার ঘটেছে। তারপরেও পুজো বন্ধ হয়নি। আমাদের প্রতিমারও কোনোও পরিবর্তন হয় না। 'নায়ক' ছবির পুজোর দৃশ্যের শ্যুটিং তো আমাদের বাড়িতেই। এই বছর আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আরজি করের ঘটনা কেউ ভুলতে পারছেন না। আমাদেরও একই অবস্থা। পুজোর আনন্দটাই যেন ম্লান। সেইখানে অনেকটা খামতি রয়ে গিয়েছে। তবে পুজো বন্ধ হবে না। ১০০ বছরে পা দিচ্ছে আমাদের ভবানীপুরের বাড়ির পুজো। কাজেই বাড়িতে পুজোর আয়োজন চলছেই।'


মল্লিকবাড়ির পুজো মানেই ভবানীপুরের বাড়ির অবারিত দ্বার। পুজোর চারটে দিন এই বাড়িতে প্রতিমা দর্শনের পাশাপাশি বিশেষ আকর্ষণ থাকে তারকাদের দেখা পাওয়া। তবে ১০০ বছরের পুজোয় এই প্রথম বদলাতে চলেছে এই নিয়ম। রঞ্জিত মল্লিক বলছেন, '১০০ বছরে এই প্রথম আমাদের বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না। তার প্রথম কারণ অবশ্য়ই আরজি কর আবহ। এই পরিস্থিতিতে বাড়িতে পুজো হবে বটে, কিন্তু উৎসব নয়। প্রত্যেক বছর মল্লিক বাড়ির ঠাকুর দালানের দ্বার অবারিত থাকে। এই বছরে সেটা আমরা রাখতে পারছি না। ফলে সাধারণ মানুষদের মল্লিকবাড়ির ঠাকুর দেখতে একটু সমস্যা হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা নিজেরাই বিব্রত রয়েছি। পুজো মানেই যে অনাবিল আনন্দ, শিশুরা যেন পাখির মতো উড়ে বেড়ায়.. সেই আনন্দের আবহে এই বছর ভাটা পড়েছে। দ্বিতীয় কারণ হল, এবার পুজো ১০০ বছরে পা দিল। ফলে আমাদের অনেক আত্মীয় এবার আসছেন। বাড়িতেই অনেক মানুষ থাকবেন, সেই কারণে আর সাধারণ মানুষদের জন্য এই বছর বাড়ির দরজা খোলা রাখা হবে না। তবে মানুষের এতে অসুবিধা হলে আমরা দুঃখিত তার জন্য।'


পুজোর মানেই তো মা দুর্গার কাছে নিজের মনের কথা বলা.. প্রার্থনা করা ইচ্ছেগুলো নিয়ে। রঞ্জিত মল্লিক বলছেন, 'মায়ের কাছে চাইব সবাই ভাল থাকুন আর সুবুদ্ধি হোক সবার। এই পরিস্থিতিতে আর কিই বা প্রার্থনা থাকতে পারে?'


আরও পড়ুন: Kangana Ranaut: সাধের বাংলোও বিক্রি করতে হল কঙ্গনাকে, এবার কি অর্থনৈতিক সঙ্কটে নায়িকা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।