নয়াদিল্লি: বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে আমির খান (Aamir Khan) ও করিনা কপূর খান (Kareena Kapoor Khan) অভিনীত 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। তবে প্রথম দিনে খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি এই ছবি। দ্বিতীয় দিনে কেমন ব্যবসা (Box Office Collection) করল এই ছবি? 


'লাল সিং চাড্ডা'র দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন


মুক্তির দ্বিতীয় দিনেই এই ছবির টিকিট বিক্রিতে নিম্নমুখী গ্রাফ দেখা যায়। সূত্রের খবর অনুযায়ী, দ্বিতীয় দিনে এই ছবি ৭.২৬ কোটি টাকার ব্যবসা করেছে। দু-দিন মিলিয়ে মোট আয় ১৮.৯৬ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। এমনই জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।


তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন 'লাল সিং চাড্ডা দ্বিতীয় দিনে মুখ থুবড়ে পড়ল... জাতীয় স্তরে কমল ব্যবসা... অন্যত্রও কমল ব্যবসা... এই ধরনের ছবি হিসেবে দুই দিনের ব্যবসা অত্যন্ত কম... শনিবার থেকে সোমবারের ব্যবসা খুবই জরুরি... বৃহস্পতিবার ১১.৭০ কোটি, শুক্রবার ৭.২৬ কোটি। মোট ১৮.৯৬ কোটি। পুনশ্চ: হিন্দি সংস্করণ।'


ছবি মুক্তির পর প্রথম সপ্তাহান্তে কেমন ব্যবসা করে এখন সেটাই দেখার। হলিউডের কালজয়ী ছবি 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'। তবে টম হ্যাঙ্কসের এই ছবি মানুষের মনে আজও যেভাবে ছাপ ফেলে রেখেছে, সেই দিকে একেবারেই এগোতে পারছে না 'লাল সিং চাড্ডা'। 


 






আরও পড়ুন: Tara Sutaria: রণবীর কপূরের ভাইয়ের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে অকপট তারা সুতারিয়া


তবে আজ থেকে তিন-দিনের লম্বা উইকেন্ড শুরু হল। শনিবার, রবিবার ও স্বাধীনতা দিবসের জন্য সোমবার। এই সপ্তাহান্তে কতটা দর্শক টানতে পারে এই ছবি সেটাই দেখার। যদি আশানুরূপ ফল না মেলে তাহলে বলা চলে যে প্রথম সপ্তাহান্তের শেষে এই ছবির মোট ব্যবসা ৬০ কোটির আশেপাশে থাকবে। যা একেবারেই কাম্য নয়।


প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই বলিউডে যাত্রা শুরু করলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য।