মুম্বই: কখনও করোনা পরিস্থিতি তো কখনও অন্য ছবির সঙ্গে মুক্তির দিন মিলে যাওয়া। আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত 'লাল সিং চাড্ডা'র (Laal Singh Chaddha) মুক্তি পিছিয়েছে অনেকবার। যদিও মুক্তির কারণ হিসেবে আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয় যে, সঠিক সময়ে শ্যুটিং শেষ করতে না পারার কারণেই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। তবে, অবশেষে গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে এই ছবি। কিন্তু বিশেষভাবে প্রচার থেকে কোনও কিছুই বক্স অফিস কালেকশনে প্রভাব ফেলতে পারছে না। মুক্তির দিন কিছুটা ভালো ব্যবসা করলেও পরের দুদিন ব্যবসা পড়েছে। তৃতীয় দিনে কত টাকার ব্যবসা করল 'লাল সিং চাড্ডা'?


শনিবার কত টাকার ব্যবসা করল 'লাল সিং চাড্ডা'?


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডার' বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, 'তৃতীয় দিনে 'লাল সিং চাড্ডা'র সামান্য উন্নতি। সপ্তাহ শেষের দিন বলে এই উন্নতি। কিন্তু এটাই যথেষ্ট নয়। দ্রুত আরও বেশি ব্যবসা জরুরি। তিনদিনের মোট আয়ও এখনও অনেকটাই কম। বৃহস্পতিবার এই ছবি ব্যবসা করেছে ১১.৭০ কোটি টাকার। শুক্রবার ব্যবসা করেছে ৭.২৬ কোটি টাকার। এবং শনিবার এই ছবি ব্যবসা করেছে ৯ কোটি টাকার। তিনদিনে 'লাল সিং চাড্ডা'র মোট বক্স অফিস কালেকশন ২৭.৯৬ কোটি টাকা।'


আরও পড়ুন - Raksha Bandhan: নেই কোনও উন্নতি, তিনদিনে কত টাকার ব্যবয়া করতে পারল 'রক্ষা বন্ধন'?


বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, পরিচালক অদ্বৈত চন্দনের ছবি 'লাল সিং চাড্ডা' ভালো ব্যবসা করছে দিল্লি এবং পূর্ব পঞ্জাবে। সেখান থেকেই ৪০ শতাংশ আয় করেছে এই ছবি। এছাড়াও মহারাষ্ট্র এবং গুজরাটেও কিছুটা ভালো ব্যবসা করেছে। জানা যায়, ১৮০ কোটি টাকা বাজেট আমির খানের 'লাল সিং চাড্ডা'র। কিন্তু এখনও পর্যন্ত যেভাবে এগোচ্ছে এই ছবির ব্যবসা, তাতে প্রোডাকশন খরচটুকুও উঠবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন ট্রেড অ্যানালিস্টরা।<





>


 


প্রসঙ্গত, আমির খানের 'লাল সিং চাড্ডা' মূলত অস্কারজয়ী হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'-এর অফিশিয়াল হিন্দি রিমেক। সম্প্রতি অস্কারের অফিশিয়াল পেজেও আমির খানের ছবিকে বিশেষ সম্মান জানান হয়। একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে হলিউড ছবি এবং আমির খানের ছবির বেশ কিছু দৃশ্য দেখানো হয়।