কলকাতা: গান গাইতে বাধা সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)-কে।  অভিযোগ, লগ্নজিতা পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে একটি গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেখানে নাকি সঙ্গীতশিল্পীকে গান গাইতে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছিল, তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে। প্রেস কনফারেন্স করে গোটা ঘটনার কথা জানিয়েছিলেন, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আর এবার, এই ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত তৃণমূল নেতা মেহবুব মল্লিককে। লগ্নজিতাকে যৌন হেনস্থা করা হয় বলেও দাবি করছে গেরুয়া শিবির।  

Continues below advertisement

এদিন সাংবাদিক সম্মেলন করে শঙ্কুদেব পণ্ডা অভিযোগ করেন, গোটা বিষয়টা নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী। তবে সেখানে গোটা ঘটনার FIR নেওয়া হয়নি, কেবল একটি GD করা হয়। বিজেপি অভিযোগ করেছে, কার্যত প্রাণ হাতে লগ্নজিতাকে কলকাতায় আসতে হয়েছে। গোটা ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন শিল্পী। গোটা ঘটনার বিষয়ে, পূর্ব মেদিনীপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, 'পুলিশ আধিকারীকের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।' অন্যদিকে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, '২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে মামলা করা হবে। কী সূত্রে চিনের সঙ্গে যোগাযোগ তৃণমূল নেতা মেহবুব মল্লিকের, সেটা খতিয়ে দেখতে হবে। জেহাদিরা ঠিক করবে কে কী গান করবে?' প্রশ্ন তুলেছে বিজেপি।

এদিন সাংবাদিক সম্মেলন করে শঙ্কুদেব পণ্ডা বলেন, 'লগ্নজিতা জানিয়েছেন, ৭ নম্বর গানটি ছিল 'জাগো মা'। এর পরই ওই ভদ্রলোক লোকজন নিয়ে মঞ্চে উঠে বলেন, 'অনেক 'জাগো মা'  হয়েছে। এবার একটা সেকুলার গান গা। নইলে পেটাব ধরে'।" লগ্নজিতার অভিযোগে মেহবুবের নামে অভিযোগ রয়েছে বলে দাবি শঙ্কদেবের। তাঁর বক্তব্য, "সেকুলার গানের কী সংজ্ঞা? কেন এই গান সেকুলার নয়? কেন এমন আক্রমণ করতে হল? তৃণমূল বলে কে কী খাবে, কে কী পরবে, কে কী গাইবে, তার স্বাধীনতা থাকা উচিত! তাহলে লগ্নজিতারও স্বাধীনতা থাকতে হয়? না কি 'জাগো মা'-তে হিন্দুত্ব পেয়েছেন? তাই কোমর বেঁধে নেমে পড়তে হয়েছে এই জিহাদিকে? কেন গ্রেফতার করা হবে না?'

Continues below advertisement

শঙ্কুর দাবি, থানায় অভিযোগ করতে গিয়েছিলেন লগ্নজিতা। প্রথমে জিডি এন্ট্রি করতে চাননি শাহজাহান হক। ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা বিষয়টা নিয়ে লগ্নজিতার প্রতিক্রিয়া, '১১ বছরের সঙ্গীত জীবনে এই অভিজ্ঞতা কখনও হয়নি।'ie