কলকাতা: গিয়েছিলেন গানের অনুষ্ঠান করতে, আর সেখানে গিয়েই ভয়াবহ অভিজ্ঞতা হল সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর (Lagnajita Chakraborty)। অভিযোগ, লগ্নজিতাকে নাকি গান গাইতে বাধা দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন লগ্নজিতা। সেখানেই তাঁকে গান গাইতে বাধা দেওয়া হয়, সঙ্গীতশিল্পীকে মারধর ও হেনস্থার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা মেহবুব মল্লিককে।  গোটা বিষয় নিয়ে এবার মুখ খুললেন লগ্নজিতা। এবিপি আনন্দকে কী জানালেন সঙ্গীতশিল্পী?  

Continues below advertisement

লগ্নজিতা বলছেন, 'অভিযুক্ত আমায় মারতে মঞ্চে উঠে পড়েছিলেন, কিন্তু আমায় আঘাত করতে পারেননি। আমার হাতে মাইক্রোফোন ছিল। উনি চিৎকার করে বলেন, 'অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেক্যুলার গা।' গান নয়.. আপনি করেও বলেননি। গোটা ঘটনাটা আমি সঙ্গে সঙ্গে দর্শকদের মাইক্রোফোনে জানাই। আমি শান্তভাবে বলি, 'যা হল, সেটা আপনাদের চোখের সামনেই হল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এরপরে তো আর আমার পক্ষে গান করা সম্ভব নয়। আমি নেমে যাচ্ছি।' তারপরে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে যাই আর একটি জেনারেল ডায়েরি করি।'

লগ্নজিতা আরও বলছেন, 'ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক। শুনেছি ওই স্কুলের ২-৩ জন মালিক রয়েছেন, তার মধ্যে একজন উনি। যাওয়ার পর থেকেই বিভিন্ন সমস্যার কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু সে সবের মধ্যে আমি যেতা চাই না। আমার সঙ্গে যখন এই ঘটনা ঘটে, তখন স্কুলের লোকেই ওঁকে নিয়ে যান। স্কুলের লোকেরাই ওঁর ওপর চিৎকার করতে শুরু করেন এবং ওঁকে সম্ভবত ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। উনি তারপরে আর কিছু বলার সুযোগ পেয়েছেন কি না আমি জানি না।'

Continues below advertisement

লগ্নজিতা বলছেন, '১১ বছর ধরে গান গাইছি। নানারকম অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেকবারই নতুন কিছু হয়। এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ নতুন।' এই ঘটনা কী শিল্পীর মনে একটা আতঙ্ক তৈরি করেছে? সঙ্গীতশিল্পী বলছেন, 'এই বছর পুজোয় আমার একটা গান মুক্তি পেয়েছে। 'জাগো মা' আমার অন্যতম প্রিয় একটা গান। এই গানটা আমি গাইব না এটা তো হতে পারে না। আমার আবার ২৬ তারিখ অনুষ্ঠান আছে। সেখানেও আমি আমার ৭ নম্বর গানটা 'জাগো মা'-ই গাইব। তবে অবশ্যই আমি চাই না সেদিন আমায় আবার কেউ মারতে উঠুক। সেই জায়গায় একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আমি কাজ করতে গিয়েছি, গান গাইতে গিয়েছি। মার খেতে তো যাইনি।'

লগ্নজিতার বিরুদ্ধে টাকা বেশি চাওয়া এবং তা না পেয়ে অভিযোগ দায়ের করার অভিযোগ তুলেছে কর্তৃপক্ষের একাংশ। লগ্নজিতা বলছেন, 'যে কোনও শিল্পী সম্পূর্ণ টাকা পেয়ে যাওয়ার পরেই বাড়ি থেকে বেরোন শো করতে। আমরা বাড়ি থেকে বেরনোর আগেই এই শো-এর সমস্ত পেমেন্ট পেয়ে গিয়েছিলাম। এটুকুই আমার উত্তর।'