মুম্বই: গতকাল মুম্বইয়ে নিজের বাড়ি থেকে টেলিভিশন অভিনেত্রী প্রত্যূষা বন্দ্যোপাধ্যায়ের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন অভিনেত্রী। যদিও পুলিশের এক পদস্থ আধিকারিক বলেছেন, মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনও মন্তব্য করা উচিত হবে না।
মুম্বই পুলিশের ডিসিপি বিক্রম দেশপাণ্ডে বলেছেন,  প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে করা হচ্ছে। যেখানে প্রত্যূষার মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই ফ্ল্যাটে তল্লাশি চলছে। তদন্ত চলছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাবে না।
সূত্রের খবর, প্রত্যূষার বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কিসের পরিপ্রেক্ষিতে প্রত্যূষার মৃত্যু হল, তা জানার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, বন্ধুবান্ধবদের সামনে প্রত্যূষা আক্ষেপ করেছিলেন যে, তিনি গত বছরের মার্চ থেকেই কোনও কাজ পাচ্ছেন না। তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক নিয়েও টানাপোড়েন চলছিল।
প্রতিবেশী এবং আত্মীয়রা পুরো ঘটনায় মর্মাহত। অনেকেই বলছেন, প্রত্যূষা আত্মহত্যা করার মতো মেয়ে নয়।
এক প্রতিবেশী বলেছেন, কয়েকদিন আগেই প্রত্যূষা ও রাহুলের সঙ্গে দেখা হয়েছিল। প্রত্যূষাকে দেখে তো কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি।
অভিনেত্রীর বোন রিশিতার বলেছেন, দিদির আত্মহত্যা করবে, এটা  বিশ্বাস করতে পারছি না। আমি টিউশনে গিয়েছিলাম। ফিরে দেখলাম সবাই কাঁদছে। দিদি কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না।
নিজের হোয়াটস্যাপের স্ট্যাটাস মেসেজে প্রত্যূষা লিখেছেন, ‘মরকে ভি মুহ না তুঝসে মোড়ানা’ (মৃত্যুর পরও তোমার দিক থেকে মুখ ফেরাতে পারব না)।এই মন্তব্যে কী তাঁর তীব্র হতাশা ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, তিনি কি কাউকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছিলেন।