মুম্বই: বর্ষীয়াণ গায়িকা লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থার (Lata Mangeshkar Health Updates) অবনতি ঘটেছে। তিনি গুরুতর অবস্থায় রয়েছেন। লতা মঙ্গেশকর ভেন্টিলেটরে (Ventilation) রয়েছেন। 


স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি এখনও আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন আপাতত। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফে এমনটাই জানাচ্ছেন ডাক্তার প্রতীত সামদানি। গত ২৭ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন লতা। শিল্পীর স্বাস্থ্যের দিকে কড়া নজর চিকিৎসকদের।


করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর। বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। তবে ফের তাঁর ফের স্বাস্থ্যের পরিস্থিতি সঙ্কটাপন্ন হওয়ায় নিয়ে যাওয়া হয়েছে আইসিইউ-তে। 


 






লতা মঙ্গেশকরের বয়স ৯২ বছর। এত বয়সের কারণে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সেরে উঠতে সময় লাগছে গায়িকার, জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। 


আরও পড়ুন: Gangubai Kathiawadi Trailer: প্রকাশ্যে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র ট্রেলার, নজর কাড়ছেন আলিয়া


প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের খবর নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক জায়গাতেই নানা ভুল খবরও ছড়ানো হচ্ছে। সম্প্রতি বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের খবর জানাতে গিয়ে ভুল খবর না ছড়ানোর আর্জি জানিয়েছেন তাঁর মুখপাত্র। সুরসম্রাজ্ঞীর মুখপাত্রের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, 'সকলের প্রতি আবেদন। দয়া করে কেউ ভুল খবর ছড়াবেন না। লতা দিদি এখনও আইসিইউতেই রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। পরিবারের সদস্য এবং চিকিৎসকদের পক্ষ থেকে বিশেষ আবেদন জানান হচ্ছে বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের প্রসঙ্গে ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করুন।'