কলকাতা: শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনও আইসিইউ-তে রয়েছেন লতা মঙ্গশকর (Lata Mangeshkar)। গত বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সঙ্গে রয়েছে নিউমোনিয়ার সমস্য়াও। আপাতত স্বাস্থ্যের পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে তাঁঁর। তবে এখনও আইসিইউতেই থাকতে হবে বর্ষীয়ান গায়িকাকে।


আজ সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করা হয় লতা মঙ্গশকরের অ্যাকাউন্ট থেকে। সেখানে লেখা হয়, 'লতাদিদির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এখনও বেশ কিছুদিন আইসিইউ-তেই থাকতে হবে তাঁকে। দয়া করে দিদির শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম গুজব ছড়াবেন না।'


লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। সারাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছেন অনুরাগীরা। বর্ষীয়ান গায়িকা কেমন রয়েছেন, তা জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে একটি বিবৃতিতে চিকিৎসক প্রতীত সমদানী বলেন, 'লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতির আভাস পাওয়া যাচ্ছে। তাঁকে এখনও আইসিইউতেই রাখা হয়েছে।'


কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, 'চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে অসাধারণ সমস্ত চিকিৎসকদের টিম রয়েছে তাঁর দেখাশোনার জন্য। কতদিন তাঁকে এখনও হাসপাতালে থাকতে হবে, এই মুহূর্তে তা জানানো সম্ভব নয়। আমরা সকলেই প্রার্থনা করছি যাতে ওঁর শরীর খুব দ্রুত সেরে ওঠে। আর খুব শীঘ্রই যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন, তার জন্য চিকিৎসকরা সারাক্ষণ চেষ্টা করে চলেছেন।' 


প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের (Lata Mangeshkar Health Updates) খবর নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক জায়গাতেই নানা ভুল খবরও ছড়ানো হচ্ছে। সম্প্রতি বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের খবর জানাতে গিয়ে ভুল খবর না ছড়ানোর আর্জি জানিয়েছেন তাঁর মুখপাত্র। সুরসম্রাজ্ঞীর মুখপাত্রের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, 'সকলের প্রতি আবেদন। দয়া করে কেউ ভুল খবর ছড়াবেন না। লতা দিদি এখনও আইসিইউতেই রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। পরিবারের সদস্য এবং চিকিৎসকদের পক্ষ থেকে বিশেষ আবেদন জানান হচ্ছে বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের প্রসঙ্গে ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করুন।'