মুম্বই: মাত্র ১৩ বছর বয়স থেকে সঙ্গীতের কেরিয়ার শুরু হয়েছিল কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar)। ভারতের প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে তিনি যে অন্যতম, তা বলাই বাহুল্য। বিভিন্ন ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। তাঁর সঙ্গীতকাল ছিল আট দশকেরও বেশি। লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জানুয়ারি মাসের শুরুর দিকে। দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হন সুর সম্রাজ্ঞী। এবার তাঁর স্মরণে বিশেষ সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।


বুধবার মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের স্মরণে মুম্বইয়ে একটি সঙ্গীত অ্যাকাডেমি তৈরি হবে। মুম্বই বিশ্ববিদ্যালয়ের কলিনা ক্যাম্পাসে তৈরি হবে এই সঙ্গীত অ্যাকাডেমি। লতা মঙ্গেশকরের অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন বিশ্বজুড়ে। তাঁর প্রয়াণের পর দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরাই শুধু নন, বিদেশ থেকেও শোকজ্ঞাপন করা হয়েছিল। কোকিলকণ্ঠীর স্মরণে তাই খুব শীঘ্রই এই সঙ্গীত অ্যাকাডেমি তৈরি করতে চলেছে মহারাষ্ট্র সরকার।


আরও পড়ুন - 5 Years Of Jolly LLB 2: 'জলি এল.এল.বি টু'-এর ৫ বছর পূর্তিতে ছবির ডিলিট হওয়া দৃশ্য শেয়ার করলেন অক্ষয় কুমার


প্রসঙ্গত, জানুয়ারি মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন। তাঁদের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছিল যে, বয়সের কারণে তাঁর সেরে উঠতে সময় লাগছে। মাঝে কিছু আশার আলো দেখা গেলেও সরস্বতী পুজোর দিন ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এবং সরস্বতী পুজোর পরের দিন সকালে তিনি প্রয়াত হন। মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে উপস্থিত ছিলেন প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শাহরুখ খান, সচিন তেণ্ডুলকর এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা।


ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ঘোষণা করেছেন যে, লতা মঙ্গেশকরের জন্মস্থান হিসেবে ইন্দোরে সঙ্গীত অ্যাকাডেমি এবং একটি মিউজিয়াম তৈরি হবে। যাতে পরবর্তী প্রজন্ম তার মাধ্যমে কিংবদন্তির সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে।