রঞ্জিত সাউ, বিধাননগর: সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার (Fraud) অভিযোগ। সল্টলেকে (Saltlake) ময়ুখ ভবনের (Mayukh Bhawan) সামনে থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কেউ এই চক্রে জড়িত কি না, তা খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার (Bidhannagar North Police Station) পুলিশ।
সিনেমার পরিচালক পরিচয় দিয়ে, সরকারি চাকরি (Government Job) পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। একাধিক ব্যক্তির থেকে কয়েক লক্ষ টাকা নেন অভিযুক্ত। সল্টলেকে এক সরকারি ভবনের সামনে থেকে অভিযুক্তকে গতকাল গ্রেফতার করে পুলিশ। চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ নতুন নয়। কিন্তু এবার অভিযুক্ত নিজেকে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollygunge Film Industry) পরিচালক বলে পরিচয় দিয়েছিলেন বলে দাবি অভিযোগকারীদের।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিধাননগর উত্তর থানার (Bidhannagar North Police Station) পুলিশ খবর পায়, সল্টলেকে (Saltlake) ময়ূখ ভবনের (Mayukh Bhawan) সামনে এক ব্যক্তিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ গেলে হাওড়ার বাসিন্দা কৌস্তুভ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, যাঁকে ঘিরে ধরে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই সুজয় ভাদুড়ি চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়েছেন। এরপরই হুগলির শ্রীরামপুরের (Sreerampore) বাসিন্দা সুজয় ভাদুড়িকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ-র ধারায় রুজু হয় মামলা। অভিযুক্ত দাবি করেছিলেন, তিনি শুধু সিনেমার পরিচালকই নন, তাঁর সঙ্গে সরকারি স্তরে একাধিক প্রভাবশালীর পরিচয় রয়েছে। সেচ দফতরে (Irrigation Department) গ্রুপ ডি (Group-D) পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, তিনি ১ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন বলেও দাবি অভিযোগকারীর। শ্রীরামপুরের (Sreerampore) বাসিন্দা হলেও সল্টলেকের AE ব্লকে থাকতেন সুজয় ভাদুড়ি। প্রতারণা চক্রে তাঁর সঙ্গে আর কেউ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: IMA : আইএমএ-র কলকাতা শাখার নির্বাচন, সভাপতি পদে নির্মলের বিরুদ্ধে মনোনয়ন তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসকের