কলকাতা: 'সাদা পোশাক, শান্ত, সৌম্য চেহারা, যেন সাক্ষাৎ মা সরস্বতী।', লতা মঙ্গেশকরের কথা বলতে গিয়ে প্রথমে এই কথাই মনে পড়ে গেল সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর (Ajay Chakraborty)। আজ কিংবদন্তি লতা মঙ্গেশকরের প্রয়াণে তাঁর কথা ভাগ করে নিলেন সঙ্গীতশিল্পী।


অজয় চক্রবর্তী বলছেন, 'গতকাল সরস্বতী মায়ের পুজো ছিল আর আজ জীবন্ত সরস্বতী চলে গেলেন। আমরা তো ওনাকে সরস্বতীই বলতাম। গান শব্দটা যে ভালবাসার বিষয় সেটা প্রথম জেনেছি ওনার গান শুনে। যাঁদের গান শুনে আমি বড় হয়েছি তাঁদের মধ্যে প্রথম নাম লতা মঙ্গশকরেরই হবে। কোনও দেখনদারি নেই। সাদা পোশাকে যেন সাক্ষাৎ মা সরস্বতী। একটা মানুষ যুদ্ধ করে নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন। কেবল মহারাষ্ট্রে নয়, ভারতবর্ষের প্রত্যেক জায়গায়। ভারতবর্ষের দিতে কেউ মুখ ফিরিয়ে তাকালে সঙ্গীতের মুখ হবেন উনি। তবে কেবল জীবন্ত সরস্বতী বললেই ওঁর প্রতি আমাদের দায়িত্ব শেষ হয় না। আমিও জীবনের অনেক কিছু শিখেছি ওনার থেকে। আমরা যেন ওঁর লড়াইটা কখনও না ভুলে যাই।'


আরও পড়ুন: টসে জিতে বোলিং, সুর-সম্রাজ্ঞীর প্রয়াণে কালো আর্ম-ব্যান্ড পরে ময়দানে ভারতীয় দল


অন্যদিকে আজ শিল্পীর প্রয়াণে তাঁর সঙ্গে কাটানো ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন রশিদ খান। মঞ্চে গান গাইছেন তিনি। সামনের সারিতে বসে গান শুনছেন লতা মঙ্গেশকর। অনুষ্ঠান শেষ হতে চেয়ার থেকে উঠে এগিয়ে এলেন তিনি। বললেন, 'ভগবান আশীর্বাদী গলা দিয়েছেন তোমায়!' কথাটা শুনে এরকম চমকে উঠেছিলেন রশিদ খান। এই কথা যিনি বলছেন, তাঁর তুলনা করা হয় স্বয়ং সরস্বতীর সঙ্গে। আজ কিংবদন্তির প্রয়াণের খবর শুনে এবিপি আনন্দে স্মৃতিচারণায় সঙ্গীতশিল্পী রশিদ খান (Rashid Khan)। 


রশিদ খান বলছেন, 'একটা অনুষ্ঠান হয়েছিল লতা মঙ্গেশকরের বাবার নামে। সেখানে আমি গান গেয়েছিলাম। সামনের সারিতে বসে গান শুনেছিলেন লতা মঙ্গেশকর। অনুষ্ঠান শেষ হতে চেয়ার থেকে উঠে এগিয়ে এলেন উনি। বললেন, 'ভগবান আশীর্বাদী গলা দিয়েছেন তোমায়!' আমি বললাম, এ কথা আপনি বলছেন! সঙ্গীতের জন্য আপনাকে গোটা জগৎ চেনে। আমি এই প্রশংসা যোগ্য নই। দুয়েকবার লতাজির সঙ্গে দেখা হয়েছে। উনি বলেছেন, আমার দাদুকে অনুসরণ করতেন ওনার বাবা। একবার উনি আমায় বলেছিলেন, 'আমি তো শুধু শাস্ত্রীয় সঙ্গীত গাইতে চেয়েছিলাম, কী করে যে ফিল্মের গানে জড়িয়ে পড়লাম!