কলকাতা: পঞ্চভূতে বিলীন সুরসম্রাজ্ঞী। পূণ্যভূমি বারাণসীতে অস্থি বিসর্জন করা হল লতা মঙ্গেশকরের।
কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের অস্থি বিসর্জন করা বারাণসীর গঙ্গায়। গতকাল, অর্থাৎ মঙ্গলবার তাঁর পরিবারের তরফ থেকে বারাণসীর গঙ্গায় অস্থি বিসর্জন করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'সঙ্গীতের সরস্বতী'। মঙ্গলবার তাঁর চিতাভস্ম নিয়ে বারাণসীর পৌঁছন বোন উষা মঙ্গেশকর ও পরিবারের অন্যান্য সদস্যরা। খিদকিয়া ঘাট থেকে একটি নৌকা নিয়ে বারাণসীর অহল্যা বাঈ ঘাটে পৌঁছন তাঁরা। বৈদিক নিয়ম মেনে, পন্ডিত শ্রীকান্ত পাঠকের নেতৃত্বে বারাণসীর গঙ্গায় অস্থি বিসর্জন করা হয় কিংবদন্তি সঙ্গীতশিল্পীর। উপস্থিত ছিলেন কিংবদন্তি গায়িকার ভাইপো আদিনাথ মঙ্গেশকর, আশা ভোঁসলে ও পরিবারের অন্যান্য সদস্যরা।
এর আগে, নাসিকের রামকুণ্ডে তাঁর পরিবারের সদস্যরা তাঁর অস্থিভষ্ম বিসর্জন দেন। কথিত আছে, ১৪ বছর বনবাসের সময় এই কুণ্ডের জলে স্নান করতেন রাম।
জানুয়ারি মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিশিষ্ট চিকিৎসক প্রতীত সমদানি জানিয়েছিলেন গায়িকার বয়সের কারণে তাঁর সেরে উঠতে সময় লাগছে। মাঝে ধীরে ধীরে সুস্থও হতে শুরু করেন লতা মঙ্গেশকর। আশার আলো দেখেন অনুরাগীরা। কিন্তু সরস্বতী পুজোর দিনই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান আশা ভোঁসলে। বর্ষীয়ান গায়িকাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার সকালে হাসপাতালেই প্রয়াত হন লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে শোকে আচ্ছ্বন্ন অনুরাগীরা।
মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শাহরুখ খান (Shahrukh Khan), সচিন তেণ্ডুলকর থেকে আমির খান, রণবীর কপূর, রাজ ঠাকরে এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেখানে। শেষ শ্রদ্ধা জানান কোকিলকণ্ঠীকে।