নয়াদিল্লি: প্রয়াত স্বামীর কথা মনে করে বই লিখতে চান সুতপা শিকদার (Sutapa Sikdar)। ২০২০ সালের ২৯ এপ্রিল, বিনোদন জগতে নামে শোকের ছায়া। অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হার মানেন প্রতিভাবান অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। চোখের জলে ভাসেন অনুরাগীকূলও। এবার অভিনেতার স্বভাবের মজার দিক তুলে ধরে একটি বই লেখার ইচ্ছা প্রকাশ করলেন তাঁর স্ত্রী সুতপা শিকদার। 


বইয়ের বিষয় ইরফান খান, লেখিকা স্ত্রী সুতপা শিকদার


প্রায় তিন দশক ধরে বিস্তৃত কর্মজীবন। কাজ করেছেন একাধিক কাল্ট ছবিতে, অবিস্মরণীয় চরিত্রে। তার মধ্যে খল, সিরিয়াস থেকে শুরু করে রয়েছে একাধিক মজার চরিত্রও। 'মকবুল' (Maqbool), 'দ্য নেমসেক' (The Namesake), 'পান সিং তোমর' (Paan Singh Tomar), 'হায়দার' (Haider), 'পিকু' (Piku), 'দ্য লাঞ্চবক্স' (The Lunchbox)... ইরফান খানের দুর্দান্ত পারফর্ম্যান্সের তালিকা সহজে শেষ হওয়ার নয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে জীবন সফর থামে অভিনেতার। 


সুতপা শিকদার জানান, যখনই তিনি এই বইটি লিখবেন, তিনি চান না সেটা কোনও 'আবেগঘন যাত্রা' হোক। এক জাতীয় সংবাদ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি চাই এটা একটা মজার যাত্রা হোক, যেটা আমি তাঁর সঙ্গে ভাগ করেছি। মানুষ তাঁকে বেশ গম্ভীর এবং সিরিয়াস ধরনের মানুষ বলে মনে করেন কিন্তু আসল জীবনে তিনি একেবারেই তেমন ছিলেন না। বইটা একেবারেই তৈরি হয়নি তবে শীঘ্রই তা হয়ে যাবে।' সম্প্রতি ইরফান খানকে নিয়ে এক জনপ্রিয় ফিল্ম সমালোচকের লেখা বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই জানান সুতপা শিকদার। 


প্রসঙ্গত, চলতি বছরে ইরফান খানের মৃত্যুর তিন বছর পর তাঁর শেষ ছবি মুক্তি পায়। মৃত্যুবার্ষিকীর আগের দিন মুক্তি পায় 'দ্য সঙ অফ ক্সরপিয়নস' (The Song of Scorpions) ছবিটি। এই ছবিটি পরিচালনা করেছেন অনুপ সিংহ (Anup Singha)। ১৯৮৮ সালে 'সেলাম বম্বে' (Salaam Bombay) ছবির হাত ধরে অভিনয় জগতে পথচলা শুরু করেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খান। 


আরও পড়ুন: Summer Skin Care: গরমের মরসুমে রোদের তেজে র‍্যাশের সমস্যা, মুক্তি পেতে ভরসা থাকুক ঘরোয়া টোটকায়


মৃত্যুর আগে অভিনেতার সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি 'অংরেজি মিডিয়াম'। ওটিটি প্ল্যাটফর্ম 'ডিজনি প্লাস হটস্টার'-এ এই ছবি মুক্তি পায়। বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন সফর দর্শক ভীষণ ভালবেসেছিলেন। তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেন রাধিকা মদন। এছাড়াও ছিলেন করিনা কপূর খান, দীপিকা ডোব্রিয়াল, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ।


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial