কলকাতা: চৈতন্য রূপী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), দিব্যজ্য়োতি দত্ত (Dibyojyoti Dutta)। চমক থাকল ছবির অন্যান্য চরিত্রদের লুকেও! রাস পূর্ণিমায় মুক্তি পেল এসভিএফ ও রানা সরকার প্রযোজিত, সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালিত সিনেমা, 'লহ গৌরাঙ্গের নাম রে'। এর আগেই মুক্তি পেয়েছিল এই ছবিতে অভিনেতাদের লুক। বাস্তব আর ইতিহাস.. দুয়ে মিলেই তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। 

Continues below advertisement

এই ছবিতে ৩টি সময়কালকে তুলে ধরা হবে বলে সৃজিত জানিয়েছেন। এর মধ্যে নটি বিনোদিনী, শ্রীচৈতন্য মহাপ্রভু, গিরীশচন্দ্র ঘোষের মতো চরিত্ররা উঠে আসবে। আবার একজন সুপারস্টার ও আরেকজন পরিচালকের মধ্যের সম্পর্কের কথাও উঠে আসবে। এখনকার সময় থেকে শুরু করে নব্বইয়ের দশকের মতো সময়কালও উঠে আসবে। শ্রীচৈতন্যের সময়কালও উঠে আসবে এই ছবিতে। এই ছবির সবচেয়ে বড় চমক অবশ্যই চৈতন্যদেবের চরিত্রে। এই চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্য়োতি দত্তকে। দিব্যজ্যোতিকে পরিচালক ওজন কমাতে বলেছিলেন এই ছবিটির জন্যই। দিব্যজ্যোতি তাই করেছিলেন। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন দিব্যজ্যোতি। দীর্ঘদিন ধরেই এসভিএফের সঙ্গে কাজ করছেন দিব্যজ্যোতি। আর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি। 

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইশা সাহা ও ইন্দ্রনীল সেনগুপ্তকে। তাঁদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেখা যাবে। ইন্দ্রনীলকে দেখা যাবে একজন সুপারস্টারের চরিত্রে। ইশাকে দেখা যাবে একজন পরিচালকের চরিত্রে। ইন্দ্রনীলের চরিত্রের স্ত্রী হিসেবে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যাকে। এই চরিত্রে আগে দেখা যাওয়ার কথা ছিল পার্নোকে। তবে তিনি এই ছবি থেকে সরে গিয়েছেন। ইশার সঙ্গে ইন্দ্রনীলের চরিত্রের প্রেমের সম্পর্ক দেখানো হবে। ব্রাত্য বসুকে দেখা যাবে গিরীশ ঘোষের চরিত্রে। এই ছবির প্রযোজনায় যুগ্মভাবে রয়েছেন রানা সরকার ও এসভিএফ। ছবিতে শ্রী চৈতন্য়ের জীবন ও অনুসাঙ্গিক ঘটনাক্রম থাকবে। মায়াপুর শ্রীচৈতন্য মঠের আচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের থেকে অনুমতি নেওয়া হয়েছে। 

Continues below advertisement

অন্যদিকে, এই ছবিতে কাজ করার কথা ছিল দর্শনা বণিকের। বিষ্ণুপ্রিয়ার চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল তাঁকে। তিনি ছবির মহরতেও অংশ নিয়েছিলেন। তবে পরে ডেট নিয়ে সমস্যা হওয়ায় তিনি এই ছবি থেকে সরেছেন। বদলে এসেছেন ছোটপর্দার অভিনেত্রী আরাত্রিকা মাইতি।