মুম্বই: অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’ নাকি ‘লাভ জেহাদ’-এর প্রচার করছে! ইতিমধ্যেই এমন অভিযোগ উঠেছে। এবার ‘লক্ষ্মী বম্ব’ নামটাই হিন্দুদের কাছে আপত্তিকর বলে সওয়াল করে হিন্দু সেনা সংগঠনের প্রতিষ্ঠাতা তথা জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা ট্যুইট করে ঘোষণা করলেন, তাঁরা আনুষ্ঠানিক ভাবে এই ছবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। ছবির নামটিকে ‘অবমাননাকর’, ‘আপত্তিকর’ তকমা দিয়েছে হিন্দু সেনা। হিন্দু সেনার একটি চিঠি ট্যুইটে শেয়ার করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকরকে পাঠিয়েছেন তিনি।


বিষ্ণু লিখেছেন, হিন্দু দেবী লক্ষ্মীর নাম নিয়ে ছেলেখেলা, উপহাস করায় আসন্ন মুক্তি পেতে চলা অক্ষয়কুমার অভিনীত ও রাঘব লরেন্স অভিনীত ছবি লক্ষ্মী বম্ব-এর পুরো টিমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলে হিন্দু সেনা চিঠি পাঠিয়েছে প্রকাশ জাভরেকরকে। হিন্দু সেনার যুক্তি, হিন্দু দেবী লক্ষ্মী হলেন সম্পদ, ভাগ্যের দেবী। কিন্তু তাঁর নামটি ছবির শিরোনামে ‘বোমা’ শব্দটির পাশে লাগানো হয়েছে যা হিন্দুরা মেনে নিতে পারে না। ‘বোমা’ শব্দটির প্রয়োগ করা হয়েছে হিন্দুদের আঘাত করে প্ররোচিত করতে। হিন্দু সেনার চিঠিতে আরও বলা হয়েছে, হিন্দুরা দেবী লক্ষ্মীর আরাধনা করে বিশেষতঃ দেওয়ালির আবহে। কিন্তু ছবিটির রিলিজের সময় হিসাবে দেওয়ালিকেই বেছে নেওয়া হয়েছে, যাতে হিন্দুরা বিরক্ত হয়। তাছাড়া, ছবির পুরুষ চরিত্রের নাম মুসলিম আর মহিলা চরিত্রের নাম হিন্দু রাখার ফলে লাভ জেহাদ প্রচার করা হচ্ছে।
৯ নভেম্বর লক্ষ্মী বম্ব ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হওয়ার কথা। ছবিতে অভিনয় করেছেন কিয়ারা আডবাণীও।