ইসলামাবাদ: গত বছর সেপ্টেম্বরে নিউইয়র্কের রাজপথে রণবীর কপূরের সঙ্গে পাক অভিনেত্রী মাহিরা খানের ধূমপানরত অবস্থার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই সময়ের সমালোচনা নিয়ে দিন কয়েক আগেই মুখ খুলেছিলেন মাহিরা। তবে তারমধ্যেই ফের সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রকাশ্যে এল মাহিরার আরও একটি ধূমপানের ভিডিও। সেই ভিডিও দেখে মোটেই খুশি নন অভিনেত্রীর ভক্তরা। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুরুও হয়ে যায় সমালোচনা।
রণবীরের সঙ্গে ভাইরাল হওয়া ধূমপানের ছবি প্রসঙ্গে দিন কয়েক আগেই মাহিরা তাঁর বক্তব্যে বলেছিলেন, তিনি পাকিস্তানের মেয়ে। সেখানকার মানুষরা তাঁকে ভালবাসেন। ব্যক্তিগত মুহূর্তে তাঁকে ধূমপান করতে দেখে তাঁদের খারাপ লাগে। তাই তাঁরা প্রতিক্রিয়া দিয়েছিলেন। এবারের ট্রোল হওয়া প্রসঙ্গে মাহিরার বক্তব্য এখনও শোনা যায়নি