নয়াদিল্লি: এ দেশে নাকি এক হয়ে যেতে চলেছে গাড়ি ভাড়া দেওয়া সংস্থা ওলা ও উবের। জাপানি বিনিয়োগকারী সফটব্যাঙ্কের উদ্যোগে এ ব্যাপারে আলোচনা শুরু করেছে তারা। এই দুই সংস্থাতেই সফটব্যাঙ্ক সর্বাধিক বিনিয়োগ করেছে।
শোনা যাচ্ছে, ওলা ও উবেরের বরিষ্ঠ আধিকারিকরা মিশে যাওয়া নিয়ে আলোচনা শুরু করেছেন। সম্ভবত কয়েক মাসের মধ্যেই হয়ে যাবে চুক্তি।
পাশাপাশি খবর, সফটব্যাঙ্ক চায়, ওলা উবেরের ভারতীয় শাখা কিনে নিক। চুক্তির খুঁটিনাটি নিয়ে আলোচনা চলছে এখনও। দুই সংস্থাই চায় মিশে যাওয়ার পর তাদের হাতেই যেন বেশি শেয়ার থাকে, সে জন্য আলোচনায় অগ্রগতি হতে দেরি হচ্ছে।
এর আগে শোনা গিয়েছিল, উবের তাদের দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসা বিক্রি করে দিতে চায় আঞ্চলিক প্রতিযোগী গ্র্যাবের কাছে।
মিশে যাচ্ছে ওলা, উবের? এমনই বলছে রিপোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
29 Mar 2018 11:34 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -