মুম্বই: প্রয়াত হলেন কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথ (K Viswanath)। বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গত কয়েক মাস ধরেই তিনি বয়স জনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারী হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (K Viswanath Passes Away)। কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। শোক প্রকাশ করছেন তারকারা। কে বিশ্বনাথ রেখে গেলেন তাঁর স্ত্রী জয়া লক্ষ্মী ও চার সন্তানকে।


কে বিশ্বনাথের প্রয়াণে শোকবার্তা তারকাদের-


ছবি নির্মাতা কে বিশ্বনাথ প্রয়াত হয়েছেন ২ ফেব্রুয়ারি রাতে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। বলিউড তারকা অনিল কপূর (Anil Kapoor) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোকবার্তা জ্ঞাপন করেছেন। কে বিশ্বনাথের সঙ্গে তিনি কাজ করেছিলেন 'ঈশ্বর' ছবিতে। যেটি মুক্তি পায় ১৯৮৯ সালে। 'ঈশ্বর' ছবিটি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন কে বিশ্বনাথ। ছবিতে অনিল কপূরের সঙ্গে অভিনয় করেছিলেন বিজয়শান্তি। তেলুগু কালজয়ী ছবির রিমেক ছিল সেটি। 'ঈশ্বর' ছবির সেটের ছবি পোস্ট করে অনিল কপূর লেখেন, 'কে বিশ্বনাথ জি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আপনার সঙ্গে 'ঈশ্বর'-এর সেটে থাকার যেন অনেকটা মন্দিরে থাকার মতো। আপনার আত্মার শান্তি কামনা করি।' একটি ছবি 'ঈশ্বর'-এর সেটের। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, কে বিশ্বনাথের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আশীর্বাদ নিচ্ছেন অনিল কপূর। পাশে রয়েছেন আরও অনেক তারকা।



কে বিশ্বনাথ শুধুই তেলুগু ছবির জগতে নাম করেননি। তার সঙ্গে তামিল ও হিন্দি ছবিরও জনপ্রিয় ছবি নির্মাতা। বলিউডে তিনি 'সরগম', 'কামচোর', 'শুভ কামনা', 'জাগ উঠা ইনসান', 'সুর সঙ্গম', 'সঙ্গীত', 'ধনবান'-এর মতো ছবি তৈরি করেছেন। ছবিগুলি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। কে বিশ্বনাথ পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কারও। 



আরও পড়ুন - Kapil Sharma's Son's Birthday: স্ত্রী, পরিবার ও বন্ধুদের সঙ্গে ছেলের জন্মদিন উদযাপনে কপিল শর্মা, রইল ছবিগুলি