মুম্বই: ‘কুইন’-ই হোক বা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। চরিত্র যেমনই হোক, তাতেই ঝলক দেখিয়েছেন তিনি। সেই লিসা হেডন এবার মা হতে চলেছেন। ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন গর্ভাবস্থার ছবি।

২০১৬-র অক্টোবরে ফুকেটে প্রেমিক দিনো লালভানিকে বিয়ে করেন লিসা।


এই মুহূর্তে লিসা অস্ট্রেলিয়ায়। সেখান থেকেই পোস্ট করেছেন এই ছবি।



মিলন লুথরিয়ার আগামী ছবি ‘বাদশাহো’-য় দেখা যাবে লিসাকে। ছবির মূল চরিত্রে রয়েছেন অজয় দেবগণ।