মুম্বই: দুই কন্যার মা হলেন অভিনেত্রী লিসা রে। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সদ্যজাত ২ মেয়ের নাম রেখেছেন সুফি ও সোলেইল।

ইনস্টাগ্রামে এই খবর পোস্ট করে লিজা জানিয়েছেন, তাঁর ও তাঁর স্বামী জ্যাসন ডেহনির ধারা, এর ফলে সারোগেসি নিয়ে মানুষের মন থেকে দ্বিধা কেটে যাবে, আরও খোলাখুলি কথা বলা হবে বিষয়টি নিয়ে।

দেখুন লিসা ও তাঁর মেয়েদের ছবি



নুসরত ফতে আলি খানের আফরিন আফরিন মিউজিক ভিডিওয় অভিনয় করে প্রথম খ্যাতি পান ইন্দো-কানাডীয় অভিনেত্রী লিসা। বাঙালি বাবার সন্তান লিসা কসুর ও ওয়াটার-এর মত ছবি করেছেন। ২০০৯ সালে ক্যানসারে আক্রান্ত হন তিনি। ১ বছর চিকিৎসার পর সেরে ওঠেন। কিন্তু ২০১২-য় বিয়ের ঠিক পরেই আবার দেখা দেয় ক্যানসার। এখন ভাল থাকলেও লিসা জানিয়েছেন, ভয়কে কিছুতেই মনে জায়গা দিতে চান না তিনি কিন্তু এটা সত্যি, যে ভয় করছে। যদিও তিনি বিশ্বাস করেন, এই অনুভূতি কেটে যাবে।

লিসা জানিয়েছেন, প্রচুর ওষুধবিষুধ খেতে হওয়ায় সন্তানদের জন্ম দিতে পারতেন না তিনি। তাই অনেক ভাবনাচিন্তার পর তিনি ও তাঁর স্বামী সারোগেসির সিদ্ধান্ত নেন। ভারতে বাণিজ্যিক কারণে সারোগেসি নিষিদ্ধ হওয়ার মাত্র ১ সপ্তাহ আগে সারোগেট মায়ের সঙ্গে পাকা চুক্তি করেন তাঁরা। এখন ২ মেয়ের জন্মের পর মুম্বইয়ের বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব সন্তানদের নিয়ে তাঁরা ফিরতে চান।