কলকাতা: প্রাক্তন সুপারমডেল লিসা রে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর একটি মেকআপ ছাড়া সেলফি। তাতে তাঁর মুখের যাবতীয় দাগ-ভাঁজ পরিষ্কার। কিন্তু হাসি একদম ঝকঝকে।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লিসা লিখেছেন, আমি এখন ৪৭। মুক্ত এবং অশোধিত। আমরা আসলে যেমন তেমনভাবে সামনে আসতে আপনার কি সাহস আছে? যখন বয়স কম ছিল তখন আমারও ছিল না। সকলে হয়তো আপনার মূল্য বুঝবে না কিন্তু নিজের ত্বককে, তার বলা নানান গল্পকে ভালবাসুন, তা আপনার অভিজ্ঞতা, আপনার সারকে তুলে ধরে। নিজের মূল্য বুঝুন, বিশ্ব আপনার ঔজ্বল্যের প্রতিচ্ছ্ববি হয়ে উঠবে।



বহু বলি তারকা লিসার ছবির প্রশংসা করেছেন। অভিনেত্রী তারা শর্মা লিখেছেন, সব সময় সুন্দরী।শিবানী দান্ডেকর আবার লিখেছেন, সুন্দরী সকলভাবে।

এ বছরের শুরুতে আত্মজীবনী ক্লোজ টু দি বোন প্রকাশ করেন লিসা। তাতে তিনি লিখেছেন, চলচ্চিত্র দুনিয়ায় তাঁর সফর ও ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা। িনি কখনও অভিনেত্রী হতে চাননি, চেয়েছিলেন লেখিকা হতে। সে সব কথাই তিনি তুলে ধরেছেন তাঁর জীবনীতে।