‘কাবিল’-এর টাইটেল সং-এ প্রাণের উৎসব!
ABP Ananda, Web Desk | 09 Dec 2016 11:58 AM (IST)
মুম্বই: মুক্তি পেল হৃতিক রোশন-ইয়ামি গৌতমের ছবি ‘কাবিল’-এর টাইটেল সং। দৃষ্টিহীন দুই ব্যক্তির মধ্যে ভালবাসার স্ফূরণ এই গানে দুর্দান্ত ধরা পড়েছে। গানটির সুর দিয়েছেন রাজেশ রোশন। গেয়েছেন জুবিন নটিয়াল ও পালক মুচ্ছল। সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ এমন একজনের কথা বলে, চোখ না থাকা সত্ত্বেও পৃথিবীর রূপ, রস, স্পর্শ পেতে যার কোনও অসুবিধে হয়নি। কিন্তু একদিন তার পরিচিত জীবন নির্মমভাবে বদলে যায়। প্রতিশোধের আগুনে পুড়তে পুড়তে নিজের উত্তরণ ঘটায় সে, জন্মান্ধ পরিচয় থেকে। দেখুন সেই টাইটেল ট্র্যাক