গানটির সুর দিয়েছেন রাজেশ রোশন। গেয়েছেন জুবিন নটিয়াল ও পালক মুচ্ছল।
সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ এমন একজনের কথা বলে, চোখ না থাকা সত্ত্বেও পৃথিবীর রূপ, রস, স্পর্শ পেতে যার কোনও অসুবিধে হয়নি। কিন্তু একদিন তার পরিচিত জীবন নির্মমভাবে বদলে যায়।
প্রতিশোধের আগুনে পুড়তে পুড়তে নিজের উত্তরণ ঘটায় সে, জন্মান্ধ পরিচয় থেকে।
দেখুন সেই টাইটেল ট্র্যাক