কলকাতা: গত ২৬ অগাস্ট মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly) অভিনীত ছবি 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chhele)। ইতিমধ্যেই বেশ সাড়া পেয়েছে ছবিটি। দর্শকদের ভিড় দেখে উচ্ছ্বসিত ছবির নির্মাতারা। বেড়েছে হল সংখ্যাও।


সাড়া জাগাচ্ছে 'লক্ষ্মী ছেলে'


অন্ধবিশ্বাসের আস্তরণ ভেদ করে বিজ্ঞানের বিচ্ছুরণ। এই মন্ত্রে ভর করেই তৈরি 'লক্ষ্মী ছেলে'। সমাজকে উদ্ধার করতে এসেছে লক্ষ্মী ছেলেরা। আর তাঁদের সাদরে গ্রহণ করেছেন দর্শক। হলভর্তি দর্শকদের উচ্ছ্বাসই তার প্রমাণ।


আট থেকে আশি, সব বয়সী দর্শকদের একটাই বক্তব্য, এই ছবি 'দুর্ধর্ষ'। কেউ বললেন, 'সকলকে বলব একবার যেন এসে এই ছবিটা দেখে।' করোনাকালে থমকেছিল ছবির কাজ, তারপর বিধিনিষেধ উঠলেও সেভাবে বক্স অফিসে ভিড় সব ছবির ক্ষেত্রে জমছিল না। তবে বহুদিন পর ছবি নিয়ে এলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেখানে হাইজফুল। আনন্দিত পরিচালক, প্রযোজক।


প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়, "লক্ষ্মী ছেলে"ররিভিউ দেখে আমি অভিভূত। প্রধান চরিত্ররা দর্শক এবং সমালোচকদের কাছ থেকে এত ভালবাসা পাচ্ছে। সোশ্যাল মিডিয়া সিনেমার প্রশংসায় ভরপুর, এটা তারুণ্যের জয়।'


নতুন নায়কের জন্ম!


শোনা যাচ্ছে এই ছবির পর বাংলা ছবির দর্শক পেয়েছে নতুন নায়ক। হল ভিজিটে কোনও দর্শক মায়ের মতো স্নেহে আলিঙ্গনে জড়ালেন উজানকে, তো কেউ বন্ধুর মতোইি জড়িয়ে ধরলেন। বহু দর্শক অকপটে স্বীকার করলেন 'রসগোল্লা' থেকেই উজানকে তাঁদের পছন্দ। জন্ম হল নতুন তারকার। ভিড় জমল সেলফি তোলার। অভিভূত খোদ 'নায়ক'। 


 






আরও পড়ুন: 'Jogi' Trailer Out: ১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসার প্রেক্ষাপটে তৈরি নেটফ্লিক্সের 'যোগি', প্রকাশ্যে ট্রেলার