কলকাতা: ৮ ফেব্রুয়ারি জন্মদিন (Birthday) ছিল সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্রের (Lopamudra MItra)। আর এই দিনটিকে 'খাই খাই দিবস' বলে আখ্যা দিলেন গায়িকা স্বয়ং।
মঙ্গলবার জন্মদিন কাটিয়ে, বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সামনে সাজানো রকমারি খাবার। জমিয়ে তখন ভোজনপর্ব সারতে তৈরি 'বার্থডে গার্ল'। তারই মাঝে করলেন ভিডিও শ্য়ুট।
৫৫ বছরে পা দিলেন লোপামুদ্রা। ভিডিওয় তিনি বলেন, 'ছোটবেলা থেকে আমাদের বাড়িতে নিয়ম ছিল যে মেয়েদের চালের পায়েস খাওয়ানো যাবে না।' তবে এবারের জন্মদিন তিনি কাটিয়েছেন শান্তিনিকেতনে। সোনাঝুরি অতিথি নিবাসে দিন কাটিয়েছেন তিনি। গায়িকার কথায়, 'এটা আমার দ্বিতীয় বাড়ি।' সেখানেই লাঞ্চে বসে সারপ্রাইজ পেলেন লোপামুদ্রা।
কাছ থেকে ভিডিও করার নির্দেশ দিয়ে লোপা বলেন, 'কাছ থেকে দেখাতে হবে কী কী খাচ্ছি আমি!' দুপুরে তাঁর জন্য ছিল এলাহি আয়োজন। জন্মদিন বলে কথা।
কী কী ছিল মেনুতে? জানালেন লোপা নিজেই। পালং শাক, ডাল, পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, হাঁসের মাংস, ইলিশ মাছ ভাজা, পাপড়। সেই সঙ্গে চালের পায়েস তো রয়েইছে। সব দেখে গায়িকা তখন যেন ছোট্ট মেয়ে! উচ্ছ্বসিত লোপামুদ্রার কথায়, 'এরকম আনন্দ আমি জীবনে বহুদিন পাইনি।' নিজের আনন্দ তাই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: 'Bala Nacho To Dekhi' Dance: চ্যালেঞ্জ গ্রহণ করে বন্ধু ইমনের গানে পা মেলালেন মানালি-অনিন্দিতা