ইরফানের জীবনাবসানে মোদি সহ রাজনৈতিক দুনিয়ার একাধিক মানুষ, বলিউডের তারকা থেকে শুরু করে খেলার জগতের লোকজন-সকলেই শোকস্তব্ধ।
পিকু-র অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, মৃত্যুশয্যায় ইরফানের পাশে ছিল তাঁর পরিবার। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ইরফানের মৃত্যুর খবর নিশ্চিত করে তিনি বলেন, এটা দুঃখের, বেদনার যে, আজ তাঁর চিরবিদায়ের খবর শোনাতে হল। ইরফান ছিলেন শক্ত মনের মানুষ, যিনি একেবারে শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছেন, তাঁর কাছে এসেছেন, এমন প্রত্যেককে অনুপ্রাণিত করেছেন তিনি। নিজের বিরাট এক ঐতিহ্য পিছনে ফেলে তিনি চলে গেলেন।
২০১৮-র মার্চে ইরফানের নিউরোএন্ডোক্রাইন টিউমার হওয়ার কথা নিশ্চিত ভাবে জানা যায়। চিকিত্সা করাতে তিনি লন্ডন গিয়েছিলেন। গত বছরের ফেব্রুয়ারি তিনি ফিরে আসেন শেষ ছবি আংরেজি মিডিয়ামের শ্যুটিংয়ের জন্য, আবার লন্ডন ফিরে যান। ২০১৯ এর সেপ্টেম্বর ভারতে ফেরেন।
এই সেদিন, গত শনিবার জয়পুরে প্রয়াত হন ইরফানের ৯৫ বছর বয়সি মা সঈদা বেগম। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের জন্য লকডাউন বহাল থাকায় তিনি মায়ের শেষকৃত্যের জন্য জয়পুরে যেতে পারেননি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান মাকে।