ঝিলম করঞ্জাই, কলকাতা: অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukhopadhyay)। আজ সকালে তাঁকে ভর্তি করা হয়েছে উডল্যান্ডসে (Woodlands)। রক্তাল্পতার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিনেত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিত্‍সকরা।


হাসপাতালে মাধবী মুখোপাধ্যায়


হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে রক্তাল্পতার কারণে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। 


চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা যাচাই করছেন। রক্তাল্পতা ঠিক কী কারণে, বয়সজনিত কারণে না কি অন্য কোনও রোগের কারণে তা খতিয়ে দেখা হয়েছে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।


 






সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ


করোনার প্রকোপ কাটিয়ে উঠেছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। এরপর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শেষরক্ষা হয়নি। 


আরও পড়ুন: Prabhat Roy Wife: দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রভাত রায়ের স্ত্রী


গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ট্যুইট করে তাঁর মৃত্যু সংবাদ জানান তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বাংলা গান আর শাস্ত্রীয় সঙ্গীতের এক সোনালি আকাশে সন্ধ্যা ঘনাল। নিভল আলো। চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।


গানের সঙ্গেই কেটে যায় তাঁর সারাটা জীবন। তাঁর গান যেন সন্ধ্যার মেঘমালা হয়েই চিরদিনের জন্য রয়ে গেল বাঙালির হৃদয়ে। গানে গানেই তো তিনি শুনিয়েছিলেন ..‘জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া।’ সুরের রাজপথে সন্ধ্যা মুখোপাধ্যায় চিরকালের সাম্র্যাজ্ঞী। তাঁর গান অক্ষয়, অবিনশ্বর।