নয়াদিল্লি: দেশে করোনায় (Corona) দৈনিক আক্রান্তের সংখ্যা ফের তিন হাজার ছাড়াল। এই নিয়ে পরপর দুদিন। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের।
দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ: গতকাল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ছিল ৩ হাজার ৩০৩ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৭৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৭২ হাজার ১৭৬। দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৯৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭ হাজার ৮০১।
রাজ্যের করোনা পরিস্থিতি
অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমে হয়েছে ৩৪। এদিন রাজ্যে ম বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৫২। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৩৬। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ১৯। করোনার তৃতীয় ঢেউয়ের অবসান হতেই ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বাজার-হাটে, রাস্তাঘাটে, বাসে-ট্রেনে সেই চেনা ভিড় । কেউ মাস্ক পরছেন, কেউ পরছেন না। খুলেছে স্কুল-কলেজ। পড়ুয়ারা ফের স্কুলে যাচ্ছে। আর ঠিক এমন সময় হঠাৎ করে বাড়তে শুরু করেছে সংক্রমণ! এই পরিস্থিতি মোকাবিলার জন্য,ভ্যাকসিনেশনের ব্যাপারে জোরাল সওয়াল করেন প্রধানমন্ত্রী।