মুম্বই: বলিউডের পরিচালক মধুর ভাণ্ডাকর শুক্রবার ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ)-তে কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশন্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। মধুরের অভিযোগ কর্ণের ধর্মা প্রোডাকসন্স ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ টাইটেলের অপব্যবহার করেছেন।
ট্যুইটে মধুর লিখেছেন, কর্ণ জোহর ও অপূর্বা মেহতা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, তাঁরা তাঁদের সিরিজের নাম বলিউড ওয়াইভস রাখতে পারেন কিনা। আমি তাঁদের বারণ করেছিলাম, কারণ আমার একটি প্রোজেক্ট এই নামেই রিলিজ হওয়ার কথা ছিল।
ট্যুইটে মধুর আরও লিখেছেন যে, তাঁরা তাঁদের সিরিজের নাম ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ রেখে ভুল কাজ করেছেন। এতে আমার প্রোজেক্টের লোকসান হয়েছে। অনুগ্রহ করে আমার প্রোজেক্টকে বরবাদ করবেন না। আপনাদের প্রতি আমার বিনীত নিবেদন, আপনারা টাইটেল বদল করুন।


মধুরের এই ট্যুইট ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা এই ট্যুইটে তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ কর্ণের পক্ষে সওয়াল করেছেন, আবার কেউ কেউ কর্ণের দিকে আঙুল তুলেছেন।
উল্লেখ্য, এই শো ২৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। সীমা খান, মহীপ কপূর, ভাবনা পান্ডে ও নীলম কোঠারি সোনির মতো সেলেবদের জীবন অবলম্বনে এই সিরিজ। শো-র টিজার গত শুক্রবার রিলিজ হয়েছিল। এতে শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরী, ভাবনার মেয়ে অনন্যা পান্ডে, সঞ্জয় ও সমীর অতিথি-র ভূমিকায় রয়েছেন। উল্লেখ্য, মধুরের শেষ সিনেমা ইন্দু সরকার ২০১৭-তে মুক্তি পেয়েছিল।