‘এই মন্দিরটি বিষ্ণু দেবতার’, এমনটাই জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার পুরাতাত্ত্বিক বিভাগের বিশেষজ্ঞ ফজলে খালিক । তিনি বলেছেন, ‘হিন্দু শাহী আমলে প্রায় ১ হাজার ৩০০ বছর আগে এটি বানিয়েছিল হিন্দুরা। হিন্দু শাহী বা কাবুল শাহী বংশ কাবুল উপত্যকা, পাকিস্তানের গান্ধার থেকে উত্তর পশ্চিম ভারতে রাজত্ব করত।‘
জানা যাচ্ছে, মন্দিরের কাছেই মিলেছে একটি সেনাছাউনি ও ওয়াচ টাওয়ারের চিহ্ন।
পাওয়া গিয়েছে একটি পুকুর-ও। বিশেষজ্ঞদের অনুমান, পুজো নিবেদনের আগে ভক্তরা পুকুরে স্নান করতেন। উল্লেখ্য এই প্রথমবার ওই ভৌগোলিক অঞ্চলে সেখানে হিন্দু শাহি আমলের কোনও বড় মাপের নির্দশন পাওয়া গেল। গান্ধার সভ্যতার সময়ের এটা প্রথম মন্দির। হিন্দু মন্দির ছাড়াও বৌদ্ধদের একাধিক নির্দশনও মিলেছে সোয়াত উপত্যকায়।গবেষণা চলছে সব কিছু মিলিয়েই। চেষ্টা চলছে হারিয়ে যাওয়া সময়টা সম্পর্কে বিস্তারিত তথ্য যোগাড় করার।