সোয়াত: উত্তর-পশ্চিম পাকিস্তানের সোয়াত প্রদেশে প্রায় দেড় হাজার বছরের পুরানো একটি হিন্দু মন্দির আবিষ্কৃত হল। ইতালিয়ান ও পাকিস্তানি প্রত্নতাত্ত্বিকরা মিলিতভাবে পাকিস্তানে এই সুপ্রাচীন মন্দিরটি আবিষ্কার করেছেন। জানা গিয়েছে, মন্দিরটি দেখতে পাওয়া গিয়েছে বারিকোট ঘুন্ডাইয়ে খননকার্যের সময়কালে। হিন্দু শাহী আমলের কথা নানা বইয়ে বলা হলেও সেই সময়কার কোনও উল্লেখযোগ্য নিদর্শন এর আগে খুঁজে পাননি পুরাতাত্ত্বিকরা। তাই এই মন্দির আবিষ্কার নিয়ে তাঁরা আলাদাভাবে উত্তেজিত। তাঁরা মনে করছেন এই আবিষ্কৃত মন্দির নিরীক্ষণ করে সেই অবলুপ্ত সময়কাল সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য সামনে চলে আসবে।
‘এই মন্দিরটি বিষ্ণু দেবতার’, এমনটাই জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার পুরাতাত্ত্বিক বিভাগের বিশেষজ্ঞ ফজলে খালিক । তিনি বলেছেন, ‘হিন্দু শাহী আমলে প্রায় ১ হাজার ৩০০ বছর আগে এটি বানিয়েছিল হিন্দুরা। হিন্দু শাহী বা কাবুল শাহী বংশ কাবুল উপত্যকা, পাকিস্তানের গান্ধার থেকে উত্তর পশ্চিম ভারতে রাজত্ব করত।‘
জানা যাচ্ছে, মন্দিরের কাছেই মিলেছে একটি সেনাছাউনি ও ওয়াচ টাওয়ারের চিহ্ন।
পাওয়া গিয়েছে একটি পুকুর-ও। বিশেষজ্ঞদের অনুমান, পুজো নিবেদনের আগে ভক্তরা পুকুরে স্নান করতেন। উল্লেখ্য এই প্রথমবার ওই ভৌগোলিক অঞ্চলে সেখানে হিন্দু শাহি আমলের কোনও বড় মাপের নির্দশন পাওয়া গেল। গান্ধার সভ্যতার সময়ের এটা প্রথম মন্দির। হিন্দু মন্দির ছাড়াও বৌদ্ধদের একাধিক নির্দশনও মিলেছে সোয়াত উপত্যকায়।গবেষণা চলছে সব কিছু মিলিয়েই। চেষ্টা চলছে হারিয়ে যাওয়া সময়টা সম্পর্কে বিস্তারিত তথ্য যোগাড় করার।
দেড় হাজার বছরের পুরনো মন্দিরের খোঁজ মিলল পাকিস্তানে, উচ্ছ্বসিত পুরাতাত্ত্বিকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Nov 2020 01:00 PM (IST)
উত্তর-পশ্চিম পাকিস্তানের সোয়াত প্রদেশে প্রায় দেড় হাজার বছরের পুরানো একটি হিন্দু মন্দির আবিষ্কৃত হল। ইতালিয়ান ও পাকিস্তানি প্রত্নতাত্ত্বিকরা মিলিতভাবে পাকিস্তানে এই সুপ্রাচীন মন্দিরটি আবিষ্কার করেছেন। জানা গিয়েছে, মন্দিরটি দেখতে পাওয়া গিয়েছে বারিকোট ঘুন্ডাইয়ে খননকার্যের সময়কালে।
ফাইল ছবি
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -