মধ্যপ্রদেশ: 'ওহ মাই গড ২' (Oh My God 2) ছবির নির্মাতাদের আইনি নোটিস (legal notice) পাঠালেন মহাকালেশ্বর মন্দিরের (Mahakaleshwar temple) পুরোহিত। সেন্সরের তরফে 'A' ছাড়পত্র পাওয়ার পর ছবি থেকে মন্দির চত্বরে শ্যুট হওয়া দৃশ্য সরিয়ে ফেলার দাবি জানিয়ে চিঠি লেখা হয়েছে। 


'OMG 2' নির্মাতাদের চিঠি পুরোহিতের


মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত চিঠি লিখলেন অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবির নির্মাতাদের। এছাড়াও জেলা কালেক্টরকেও (district collector) একটি মেমো দিয়েছে মঙ্গলবার আয়োজিত জন সুনাইয়ের সময়। সেখানে তিনি দাবি তুলেছেন এই ছবি ওই জেলায় প্রদর্শন বন্ধ করা উচিত। 


মহাকাল মন্দিরের পুরোহিত মহেশ শর্মা বলেন, 'আমরা প্রথম থেকেই 'ওহ মাই গড ২' ছবির বিরোধিতা করে এসেছি কারণ মিডিয়া মারফত খবর পাওয়া যাচ্ছিল যে বেশ কিছু অপ্রীতিকর দৃশ্য রয়েছে ছবিতে। আমরা বিরোধিতা করি এবং সফলও হই। ছবিতে ২০ দৃশ্যে কাঁচি চালানো হয়েছে এবং ছবিটিকে 'A' ছাড়পত্র দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের (Censor Board) তরফে।'


তিনি আরও বলেন, 'এখন আমাদের দাবি হচ্ছে মহাকাল মন্দির (Mahakal Mandir), মহাদেব (Lord Shiva) এবং মহাকাল চত্বর সম্পর্কিত সমস্ত দৃশ্য ছবি থেকে বাদ দিতে হবে। যদি ওই দৃশ্যগুলি না সরানো হয় তাহলে আমরা ক্রিমিন্যাল কেস রেজিস্টার করব। আমরা প্রয়োজনে হাইকোর্টেও যাব এবং গোটা দেশ থেকেই ছবিটি নিষিদ্ধ করার দাবি জানাব।'


এছাড়াও তাঁরা জেলার কালেক্টরের কাছে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছেন এবং তাঁর কাছে অনুরোধ জানিয়েছেন যে যদি জেলায় এই ছবি মুক্তি পায় তাহলে তা নিষিদ্ধ করা হয় যেন। 'অল ইন্ডিয়া পূজারি মহাসঙ্ঘ'-এর হয়ে আইনজীবী অভিলাষ ব্যাস এই নোটিস পাঠিয়েছেন ছবির পরিচালক অমিত রাই, প্রযোজক বিপুল শাহ ও চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, অভিনেতা অক্ষয় কুমারের কাছে। এছাড়া তিনি ওই চিঠি পাঠিয়েছেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন যোশীকেও। 


আরও পড়ুন: Don 3 First Look: আরও জমকালো, অনেক বেশি ধারাল, প্রকাশ্যে ডন-৩ ছবির ফার্স্টলুক, জমিয়ে দিলেন রণবীর


প্রসঙ্গত, 'ওহ মাই গড ২' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১১ অগাস্ট। এটি পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত 'ওহ মাই গড' ছবির সিক্যুয়েল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial