কলকাতা: স্কুল শিক্ষায় তিন ভাষার ফর্মুলার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘোষণা করলেন এই তিনটি ভাষার মধ্য়ে প্রথমে থাকবে মাতৃভাষা। অন্যদুটি ভাষা যার যেরকম পছন্দ নিতে পারে। কিন্তু প্রথম ভাষা হতে হবে নিজের অর্থাৎ মাতৃভাষা। ঝাড়গ্রামের সভা থেকে ঘোষণা মমতার।               


কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?  


এদিন ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী বলেন, "কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছে। ক্যাবিনেটে আলোচনা হয়েছে তিনটি ভাষার ফর্মুলা। যাঁরা বাংলা মিডিয়ামে পড়ে তাঁদের প্রথম ভাষা বাংলা। আর দুটো তাঁরা যে কোনও ভাষা নিতে পারে। যারা অষ্টম শ্রেণি পর্যন্ত অলচিকি মাধ্যমে পড়ে অলচিকি তাদের প্রথম ভাষা। পরে আরও দুটো ভাষা নেওয়ার সুযোগ থাকবে। তেমন ভাবে যার প্রথম ভাষা রাজবংশী, নেপালি, তারাও একইভাবে পড়তে পারবে। বাংলায় আমরা বাস করি। তার মানে এটা নয় যে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু মনে রাখতে হবে 'তিন ভাষার ফর্মুলা মাতৃভাষা থাকবে এক নম্বরে। বাকি দুটো বিষয় ছাত্ররা বেছে নেবে।''                


জাতীয় শিক্ষানীতির কোন অংশ গ্রহণ করা হবে, কোন অংশ গ্রহণ করা হবে না, সেবিষয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ঠিক হয়েছে, মাধ্য়মিক ও উচ্চমাধ্য়মিক পরীক্ষা আগের মতোই হবে। উচ্চপ্রাথমিকে ৩ ভাষা নীতি নেওয়া হবে। অষ্টম শ্রেণি থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। উচ্চমাধ্য়মিকে MCQ চালু হবে। UGC-র পাশাপাশি স্টেট রিসার্চ ফান্ড তৈরি করা হবে।                              


অন্যদিকে, রাজ্য়ে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন। সোমবার এই কমিশন তৈরির প্রস্তাবে সিলমোহর দেয় মন্ত্রিসভা। বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য়, শিক্ষা কমিশন (Education Commission) তৈরিতে সিলমোহর দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত কমিশনের নেতৃত্বে থাকবেন,হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি-সহ প্রস্তাবিত কমিশনে থাকবেন ১১ জন সদস্য়। যার মধ্য়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য়শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি ছাড়াও থাকবেন শিক্ষা দফতরের মনোনীত ২ জন শিক্ষাবিদ। CBSE এবং ICSE- একজন করে প্রতিনিধিও এই প্রস্তাবিত কমিশনে থাকবেন। 


আরও পড়ুন: North 24 Parganas: মেডিক্যাল কলেজে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত