কলকাতা : আজ ২৪ জুলাই, মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। ধনধ্যান্য অডিটোরিয়ামের উত্তম কুমার স্মরণে অনুষ্ঠিত হয়েছে মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান। মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন কারা, রইল তারই তালিকা। 

মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন পরিচালক এবং অভিনেতা গৌতম ঘোষ। একাধিক অসামান্য তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি, মনের মানুষ, পার, অন্তর্জলী যাত্রা এবং আরও অসংখ্য ছবি আজীবন দর্শকদের মনে জায়গা করে রাখবে। বর্ষীয়ান এই পরিচালক, অভিনেতা এবং থিয়েটার আর্টিস্ট এবার পেয়েছেন মহানায়ক শ্রেষ্ঠ সম্মান ২০২৫ পুরস্কার। ১৯৭৩ সালে প্রথম তথ্যচিত্র নির্মাণ করেছিলেন তিনি। বিগত কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৭৯ সালে তাঁর পরিচালনায় প্রথম তেলুগু ছবি মাভৈঃ মুক্তি পায়। দলাই লামা, সত্যজিৎ রায়, বিসমিল্লা খান এবং আরও অনেক বিশিষ্টদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। 

সিনেমার ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট একজন গুরুত্বপূর্ণ মানুষ। এই ক্ষেত্রে মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। বহু বাংলা সিনেমায় দক্ষ ভাবে প্রস্থেটিক মেকআপ করেছেন তিনি। অপরাজিত ছবির জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্যও পেয়েছেন মহানায়ক সম্মান। ইনিও অপরাজিত ছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অটোগ্রাফ, ২২শে শ্রাবণ, তিন কাহন, ডবল ফেলুদা, হেমলক সোসাইটির মতো ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কাজ করেছেন বহু হিন্দি ছবিতেও।  

গার্গী রায়চৌধুরী টেলিভিশন এবং টলিউডের পরিচিত মুখ। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন গার্গী। বহু বাংলা ছবিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন গার্গী রায়চৌধুরীও। তাঁর প্রথম ছবি 'শুধু তুমি'। এছাড়াও ইতি মৃণালিনী, খাদ, হামি ও আরও অনেক ছবিতে দেখা গিয়েছে তাঁর অসাধারণ অভিনয়। 

মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। প্রাক্তন ছবির তুমি যাকে ভালবাস গানের নেপথ্য কণ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ইমন। রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক সঙ্গীত, কিংবা ধ্রূপদী সঙ্গীত থেকে লোকসঙ্গীত- সবেতেই পারদর্শী তিনি। 

রূপঙ্কর বাগচি (গায়ক ও সঙ্গীত নির্দেশক) - চলো লেটস গো, ২২শে শ্রাবণ, উমা, হেমলক সোসাইটি-সহ একাধিক বাংলা ছবিতে তাঁর গান জনপ্রিয়। জাতিস্বর ছবির 'এ তুমি কেমন তুমি' গানের নেপথ্য কণ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন রূপঙ্কর। এবার পেলেন মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার।