কলকাতা: হলিউডে পা রাখছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। এই খবর ইতিমধ্যেই সবার জানা। সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবি 'হার্ট অফ স্টোন' (Heart of Stone)-এর ট্রেলার। আলিয়াকে এই ছবিতে দেখা যাবে নেতিবাচক ভূমিকায়। অনুরাগীরা মুখিয়ে রয়েছেন প্রিয় নায়িকাকে হলিউডে রাজত্ব করতে দেখার জন্য। তবে এইবার এই বিষয়ে মুখ খুললেন আলিয়ার বাবা মহেশ ভট্ট (Mahesh Bhatt)। মেয়ের হলিউড সফর নিয়ে কী বললেন তিনি? তুলে আনলেন কোন পুরনো স্মৃতিকে? 


সম্প্রতি একটি সাক্ষাৎকারে, মেয়ের হলিউড সফর নিয়ে মুখ খোলেন মহেশ। গল গ্যাডোট, জেমি ডরনানের মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আলিয়াকে কাজ করতে দেখে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। সেই কথা দ্ব্যর্থহীনভাবে সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন মহেশ। সেইসঙ্গে তিনি পুরনো স্মৃতি হাতড়ালেন। একবার মহেশ আলিয়াকে প্রশ্ন করেছিলেন, হলিউডে এমন কী রয়েছে যা বলিউডে নেই? একটু হেসে আলিয়া উত্তর দিয়েছিলেন, 'টাকা'।


আলিয়াকে নিয়ে মহেশ বলেন, 'আমার বুক গর্বে ফুটে ওঠে যখন আলিয়াকে দেখে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে, অভিনয় করতে দেখে। সেইদিনের ছোট্ট সেই মেয়েটা আজ কত বড় হয়ে গিয়েছে। এর আগেও আমায় আলিয়া বলেছিল, ওর মনে হয় বলিউড ও হলিউড দুজনেরই সমান পেশাদারিত্ব রয়েছে। তবে ওদের অর্থের জোর আছে বলে উন্নত মানের ছবি তৈরি করতে পারে।'


এই ছবিতে গাল গ্যাডোট, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে একফ্রেমে দেখা যাবে আলিয়াকে। আর মুক্তি পেল সেই ছবির প্রথম প্রচার ঝলক। আর সেখানে খলনায়িকার ভূমিকায় দেখা গেল আলিয়াকে। বলিউডে ১১ বছর পার করেছেন আলিয়া। কর্ণ জোহরের (Karan Johar)-এর স্টুডেন্ট অফ দ্য ইয়ার (Student of The Year) ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আলিয়া। একের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া। নিজের জাত চিনিয়েছেন বার বার। আর এবার তাঁর সফর পাড়ি দিয়েছে হলিউডে। 


ট্রেলার অনুযায়ী,  ‘হার্ট অফ স্টোন’-এও ‘হার্ট’-এর খোঁজে ছুটছেন গাল গ্যাডোট তথা র‌্যাচেন স্টোন। ট্রেলার অনুযায়ী সেই খোঁজেই বাধা দিচ্ছেন আলিয়া ভট্ট তথা কেয়া ধওয়ান। হলিউডের প্রথম ছবিতেই খলনায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে আলিয়াকে। তবে ট্রেলারে বেশি ঝলক মিলল না অভিনেত্রীর। এতে অবশ্য একটু খুন্ন হয়েছেন অনুরাগীরা। গোটা ছবি মুক্তি পেলে সেখানে আলিয়া কতটা প্রাধান্য পাবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।


আরও পড়ুন: International Yoga Day: সুস্থ থাকবে হৃদযন্ত্র, রুখবে ক্যানসার-ঝুঁকি! যোগের উপকার বোঝালেন ডাক্তাররা


আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি