কলকাতা: বছরের শুরুতেই ভাঙনের খবর রুপোলি পর্দায়। দীর্ঘদিনের গুঞ্জনে সিলমোহর দিয়ে বিচ্ছেদ ঘোষণা করলেন মাহি ভিজ (Mahhi Vij) এবং জয় ভানুশালী (Jay Bhanushali)। আজ সোশ্যাল মিডিয়ায় যুগলে এই ঘোষণা করেছেন জয় আর মাহি। তবে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরেই ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই নাকি শোনা যাচ্ছে আরও এক খবর। বিচ্ছেদের জন্য নাকি জয়ের কাছ থেকে মোটা অঙ্কের খোরপোশ নিয়েছেন মাহি? এই খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলে অভিনেত্রী। কী বললেন তিনি?

Continues below advertisement

মাহি আর জয়ের বিচ্ছেদের খবর অনেকদিন ধরেই যেন হাওয়ায় ঘুরছিল। তবে এই গুঞ্জন অভিনেত্রীর কানে যেতেই তিনি কার্যত ফুঁসে উঠেছিলেন। গোটা বিষয়টাকে নাকচ করে দিয়ে তিনি দাবি করেছিলেন, এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আর জয় স্বাভাবিক সম্পর্কেই রয়েছেন। তবে নতুন বছরে, একেবারে উল্টো খবর জানালেন মাহি। জয়ের সঙ্গে মিলে তিনি জানালেন, তিনি আর জয় সম্মিলিতভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। আর তারপরেই শোনা যাচ্ছে, এই বিচ্ছেদের জন্য নাকি ৫ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন মাহি?

এই খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠেন মাহি। বলেন, 'গত ৩-৪ দিন ধরে আমি দেখতে পাচ্ছি, খোরপোশ নিয়ে একটা খবর খুবই ছড়িয়ে পড়েছে। সবাই উঠে পড়ে লেগেছেন এই বিষয়টা নিয়ে কথা বলতে। যদি কারও কাছে প্রমাণ থাকে, তাহলে সেটাই দেখান না।' জয়ের তরফ থেকে অবশ্য খোরপোশ সংক্রান্ত কোনো কিছু নিয়েই মুখ খোলা হয়নি। একটা যুগ্ম পোস্ট করে তাঁরা জানিয়েছিলেন, দীর্ঘ বিবাহিত সম্পর্কে ইতি টানতে চলেছেন তাঁরা। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় মাহি আর জয় জানিয়েছেন, তাঁরা তাঁদের একসঙ্গে চলার সফর শেষ করতে চলেছেন। তাঁরা স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু তাঁদের গল্পে কোনও খলনায়ক নেই। কোনও নেতিবাচকতা নেই। তাঁরা সবসময় একে অপরের পাশে থাকবেন। মাহি আর জয়ের ৩ সন্তান রয়েছে। দাম্পত্য ভাঙলেও, মিলেমিশে সন্তানের দায়িত্ব পালন করবেন তাঁরা। দাম্পত্য ভাঙলেও, তাঁদের বন্ধুত্ব থেকে যাবে, এমনটাই জানিয়েছেন জয় এবং মাহি। সংসারে থেকে অশান্তির চেয়ে, আলাদা থেকে শান্তিতে থাকা ভাল। সেই কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ২ জনের পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু তাঁরা একে অপরের পাশে থাকবেন, যে কোনও সমস্যায়, এমনটাই জানিয়েছেন জয় ও মাহি। যুগ্মভাবে সন্তানের দায়িত্ব পালন করলেও, সন্তান কার কাছে থাকবে, তা খোলসা করেননি মাহি ও জয়।