কলকাতা: এই গল্প একটি রাতের। এক দুর্গাদালানেই বসেই যেন অতীতের ঘটনা তুলে আনলছেন অনেকে, লড়াই করছেন বর্তমানের সঙ্গে। এই গল্প কী নারীশক্তির? সমাজের অন্ধকার দিকে? নাকি পরোক্ষ রাজনীতির? রঞ্জন ঘোষ (Ranjan Ghosh) পরিচালিত 'মহিষাসুরমর্দ্দিনী' ছবির ট্রেলারের পরতে পরতে ফুটে উঠল রহস্য আর পরিস্থিতির টানাপোড়েনের গল্প।
সদ্য মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত ছবি 'মহিষাসুরমর্দ্দিনী' -র ট্রেলার। এই ছবিটি ইতিমধ্যেই একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কারও। আর এবার সাধারণ দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রঞ্জন ঘোষের নতুন এই ছবি।
আরও পড়ুন: Kothamrito: অপরাজিতা আর কৌশিকের নির্বাক রসায়ন শোনাবে কোন 'কথামৃত'?
এর আগে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল রঞ্জন ঘোষের এই ছবি। শুধু তাই নয়, এর আগে রান, ইসরাইল, জাপান, চীন, ফিলিপাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং ভারতের মোট ১৩টি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছিল এই ছবিটি।
যুগ যুগ ধরে যে অন্যায় নারীদের সঙ্গে হয়ে আসছে, এবং যা আজও অব্যাহত, সেই গল্পই বলেছে 'মহিষাসুরমর্দ্দিনী'। 'মহিষাসুরমর্দ্দিনী' হল নারীদের কাছে সেই ভুলগুলির জন্য ক্ষমাপ্রার্থী একটি চিঠি। গোটা ছবিটি মাত্র একটি লোকেশনের সেটে শ্যুট করা হয়েছে এবং এটি একটি রাতের গল্প। এই ছবির সৌজন্যেই প্রথমবার পর্দা ভাগ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত বন্দ্যোপাধ্যায়।
শ্রীতমা দে, অরিয়ুন ঘোষ, অরুণিমা হালদার, অভ্যুদয় দে, কৌশিক কর, সাহেব ভট্টাচার্য এবং পৌলোমী দাস। সিনেমাটোগ্রাফি করেছেন শুভদীপ দে, সম্পাদনা অমিত পালের এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ কুন্ডু। এই ছবিটি তৈরি হয়েছে পবন কানোদিয়ার প্রযোজনায় এবং AVA ফিল্ম প্রোডাকশনসের ব্যানারে।