কলকাতা: ইতিমধ্যেই বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে এই ছবি। আর এবার দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে রঞ্জন ঘোষ (Ranjan Ghosh) পরিচালিত ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত ছবি 'মহিষাসুর মর্দিনী' (Mahishasur Mardini)।


নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এর আগে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল রঞ্জন ঘোষের এই ছবি। শুধু তাই নয়, এর আগে রান, ইসরাইল, জাপান, চীন, ফিলিপাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং ভারতের মোট ১৩টি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছিল এই ছবিটি। 


আরও পড়ুন: Rest in Prem New Song: পুজোর আগে 'দুষ্টু প্রজাপতি' হয়ে হাজির সুমনা, রেকর্ড ভাঙবে 'টুম্পা'-র?


 


যুগ যুগ ধরে যে অন্যায় নারীদের সঙ্গে হয়ে আসছে, এবং যা আজও অব্যাহত, সেই গল্পই বলেছে 'মহিষাসুর মর্দিনী'। 'মহিষাসুর মর্দিনী' হল নারীদের কাছে সেই ভুলগুলির জন্য ক্ষমাপ্রার্থী একটি চিঠি। গোটা ছবিটি মাত্র একটি লোকেশনের সেটে শ্যুট করা হয়েছে এবং এটি একটি রাতের গল্প। এই ছবির সৌজন্যেই প্রথমবার পর্দা ভাগ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত বন্দ্যোপাধ্যায়। ছবির সাফল্য নিয়ে খুশি পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরাও।


শ্রীতমা দে, অরিয়ুন ঘোষ, অরুণিমা হালদার, অভ্যুদয় দে, কৌশিক কর, সাহেব ভট্টাচার্য এবং পৌলোমী দাস। সিনেমাটোগ্রাফি করেছেন শুভদীপ দে, সম্পাদনা অমিত পালের এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ কুন্ডু। এই ছবিটি তৈরি হয়েছে পবন কানোদিয়ার প্রযোজনায় এবং  AVA ফিল্ম প্রোডাকশনসের ব্যানারে।