Main Atal Hoon: প্রকাশ্যে 'ম্যায় অটল হুঁ'-এর পোস্টার, অটল বিহারী বাজপেয়ী রূপে চেনা দায় পঙ্কজ ত্রিপাঠীকে

Pankaj Tripathi: এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে।

Continues below advertisement

মুম্বই: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর (Shri Atal Bihari Vajpayee) বায়োপিক আসতে চলেছে। আজ তাঁর জন্মদিনে প্রকাশ্যে এল ছবির পোস্টার। নির্মাতারা শেয়ার করলেন 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon) ছবির পোস্টার। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)।

Continues below advertisement

" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">

'ম্যায় অটল হুঁ' ছবির পোস্টার-

এদিন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন। সবকটিই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ের বায়োপিক 'ম্যায় অটল হুঁ'-এর লুকের। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রবি যাদব ছবিটি পরিচালনা করছেন। জানা যাচ্ছে, ২০২৩-এর ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন - Happy Birthday Dev: 'পাগলু' কিংবা 'চ্যালেঞ্জ', একঝলকে দেব অভিনীত ছবির জনপ্রিয় কিছু গানের তালিকা

অটল বিহারী বাজপেয়ীয়ের ভূমিকায় অভিনয় করা প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠী বলেন, 'অটল বিহারী বাজপেয়ীয়ের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলা আমার কাছে অত্যন্ত গর্বের। তিনি শুধুই একজন রাজনীতিবিদ নন। তার থেকেও অনেক বেশি। তিনি একজন অত্যন্ত অসাধারণ লেখক ছিলেন। ছিলেন কবিও। ওঁর জুতোয় পা গলানো আমার কাছে অত্যন্ত সম্মানের।'

" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">

Continues below advertisement
Sponsored Links by Taboola