কলকাতা: মুম্বইয়ের একই অঞ্চলে থাকতেন তাঁরা, বয়সের কিছুটা পার্থক্য ছিল বটে। তাঁরা পড়াশোনা করতেন আলাদা স্কুলে। কিন্তু পরিচিতি ছিল। ছোটবেলায় কেমন ছিলেন মালাইকা আরোরা (Malaika Arora), এক সাক্ষাৎকারে সেই কথা শেয়ার করলেন অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan)। 


বিদ্যা, শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও মালাইকা অরোরা (Malaika Arora), এঁরা সবাই থাকতেন মুম্বইয়ের চেম্বারে। মালাইকা সম্পর্কে কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, 'মালাইকা আমাদের এলাকাতেই থাকতেন, তবে পড়াশোনা করতেন আলাদা স্কুলে। একটি বিশেষ রাস্তা দিয়ে রোজ ফ্রেঞ্চ টিউশনে যেতেন মালাইকা। ঠিক সেই সময়ে রাস্তায় ছেলেদের ভিড় জমে যেত। সবাই অপেক্ষা করত, মালাইকা কখন ওই রাস্তা দিয়ে যাবে।'


এই সাক্ষাৎকারেই বিদ্যা বলেছেন,  তিনি ও শিল্পা শেট্টি দুজনেই থাকতেন মুম্বইয়ের চেম্বারে। সেখানে থাকতেন মালাইকা অরোরা (Malaika Arora)-ও। বিদ্যা শিল্পার সঙ্গে তাঁর সাক্ষাৎ ও খেলার স্মৃতিচারণা করতে গিয়ে বলেছেন,  'একবার আমার মায়ের ভীষণ ইচ্ছা হল আমায় খেলাধুলোর সঙ্গে যুক্ত করবেন। সেই মতো আমায় স্কুলের বাস্কেটবল টিমে ভর্তি করিয়ে দিলেন। ভোর ৬টায় উঠে বিদ্যা সেইমতো মাঠে পৌঁছলেন। অনেকেই হয়তো জানেন না, শিল্পা শেট্টিও বাস্কেটবল খেলতেন সেসময়ে। তখন স্কুলে গুঞ্জন শুরু হয়েছে, শিল্পা নাকি রুপোলি পর্দায় যোগ দেবেন। যদিও শিল্পার মধ্যে তা নিয়ে কোনও অহংকার ছিল না কখনও। বিদ্যাকে সিনিয়র হিসেবে তিনিই শিখিয়েছিলেন বাস্কেটবল ড্রিবল করতে। ড্রিবল করা শিখে বিদ্যা ভেবেছিলেন, তিনি সব শিখে গিয়েছেন। পরেরদিন মাকে এসে তিনি বলেছিলেন, 'আমি সব শিখে গিয়েছি। আমার আর ভোরে মাঠে যেতে হবে না। সেই থেকে আর বাস্কেটবল খেলতে যাননি বিদ্যা। 


প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছেন বিদ্যা বালনের নতুন ছবি 'নিয়ত'। এই ছবির হাত ধরে ৪ বছর পরে বড়পর্দায় ফিরছেন বিদ্যা। থ্রিলার এই ছবিতে বিদ্যাকে দেখা গিয়েছে একটি গোয়েন্দা চরিত্রে। বিদ্যার অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল ছোটপর্দার মাধ্যমে। এরপর বিজ্ঞাপনী ও তারপরে বড়পর্দায় পা রাখেন বিদ্যা।


আরও পড়ুন: Jawan Movie Glimpse: কখনও বীভৎস মুখ, কখনও টাক মাথায় নাচ... এ কোন শাহরুখ!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial