নয়াদিল্লি: ৩৮ পূর্ণ করলেন 'ইশকজাদে' অভিনেতা অর্জুন কপূর (Arjun Kapoor Birthday)। রবিবার রাতেই হয়েছে তাঁর জন্মদিন উদযাপন। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে পার্টিতে অন্য মাত্রা আনেন প্রেমিকা মালাইকা অরোরা (Malaika Arora)। বলা ভাল, তিনিই ছিলেন পার্টির প্রাণ।
অর্জুনের জন্মদিনের পার্টিতে প্রাণ সঞ্চার মালাইকার
যোগা এক্সপার্ট ও টিভি ব্যক্তিত্ব মালাইকা অরোরা প্রেমিকের জন্মদিনে নাচে মাতেন 'ছঁইয়া ছঁইয়া' (Chaiyya Chaiyya) গানে। সাদা রঙের সাইড স্লিট গাউনে চোখ ধাঁধানো দেখাচ্ছিল অভিনেত্রীকে। বন্ধুদের সঙ্গে গোল করে নিজের প্রায় সব নাচের হুকস্টেপ করতে দেখা যায় তাঁকে।
মালাইকা অরোরার নাচের ভিডিও ভাইরাল
অর্জুন কপূরের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত এক অতিথি সেই ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, 'অবিশ্বাস্য'। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অর্জুন কপূরের বোন অংশুলা কপূর, খুশি কপূর এবং অন্যান্য বন্ধুরা হাজির ছিলেন অভিনেতার ৩৮তম জন্মদিনে।
প্রসঙ্গত, সুখবিন্দর সিংহ ও স্বপ্না অবস্তির গাওয়া 'ছঁইয়া ছঁইয়া' শাহরুখ খান অভিনীত 'দিল সে' ছবির অত্যন্ত জনপ্রিয় গান। এই গানে পর্দায় আগুন ধরিয়েছিলেন মালাইকা নিজেই। গানের কোরিওগ্রাফি করেছিলেন ফারহা খান।
আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন
এক রিয়েলিটি শোয়ের মঞ্চে মালাইকা অরোরা ও ফারহা খান 'ছঁইয়া ছঁইয়া' নিয়ে কথা বলেন। ফারহা বলেন, 'তুমি তো ছঁইয়া ছঁইয়া গার্ল। কিন্তু তোমার সৌভাগ্য যে প্রায় পাঁচ জন অভিনেত্রী এই গানে নাচ করার অফার ফিরিয়ে দেন। মালাইকাকে নেওয়ার কথা প্রথমে ভাবাই হয়নি। আমরা শিল্পা শেট্টি কুন্দ্রা, শিল্পা শিরোদকর, ও আরও ২ থেকে ৩ জনকে এই নাচের অফার দিই প্রথমে। একজনের ট্রেনের ওপরে চড়তে ভয় ছিল তো অপররৃ একজনের সময় পাওয়া যায়নি।' তিনি আরও বলেন, 'তারপর মেকআপ আর্টিস্ট বলেন, মালাইকা অরোরা অত্যন্ত ভাল নৃত্যশিল্পী। যখন ও ট্রেনের ওপরে চড়ে যায়, তখন আমরা খুব উত্তেজিত হয়ে পড়ি যে আদৌ ও ওটা করে উঠতে পারবে কি না। কিন্তু বাকিটা তো আমরা জানি, ইতিহাস।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন