সম্প্রতি এই শো সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে মালাইকে প্রখ্যাত ডান্সার টেরেন্স লুইসের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গিয়েছে। এই ভিডিও লুইসের ফ্যান পেজে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ৫৮ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিও।
দুজনের ডান্স দেখে গুরু রনধওয়া ও ধ্বনি ভানুশালীকে খুশিতে মেতে উঠতে দেখা যায়। শুধু তাই নয়, স্টেজে আসার পথেও দুজনে নাচতে শুরু করেন। ভিডিওতে শিল্পা ও লুইসের ডান্স প্রকৃতপক্ষেই বেশ দর্শনীয়। আর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা ওই ভিডিও-র জমিয়ে প্রশংসা করছেন।