কলকাতা: ২৩ অক্টোবর জন্মদিন বলিউডের অন্যতম লাস্যময়ী নায়িকা, মালাইকা অরোরা (Malaika Arora)-র। বয়স যাঁর কাছে সংখ্যামাত্র। সোশ্যাল মিডিয়ায়, জন্মদিনের পরের দিন, অর্থাৎ আজ উদযাপনের যাবতীয় ছবি শেয়ার করে নিয়েছেন মালাইকা। বন্ধুদের নিয়ে ঘরোয়া পার্টিতে মেতেছিলেন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিনেত্রীকে বিশেষ এই দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বটে, তবে সোশ্যাল মিডিয়ায় একদল নেটিজেন আর খুঁত বার করেছেন মালাইকার ছবিতে। আর সেই থেকেই শুরু হয়েছে ট্রোলিং!

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় মালাইকা শেয়ার করে নিয়েছিলেন তাঁর কেক কাটার ছবি। আর সেই কেকের ওপর লেখা ছিল, ৫০। এখানেই নেটিজেনদের বক্তব্য। তাঁরা বলছেন, গতবার ৫১ লেখা কেক কেটেছেন মালাইকা। তাহলে তিনি কী করে এই বছর ৫০ লেখা কেক কাটতে পারেন? তাঁর কি সত্যিই বয়স কমছে? অন্যদিকে অমৃতা ছবিগুলি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার সুন্দরী বোন, অবশেষে তুমি ৫০ ছুঁলে'। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মালাইকার বয়স দেখে অবাক হয়েছেন। অনেকেরই মত, বয়স কমিয়ে বলছেন মালাইকা।

মালাইকা আরোরার জন্মদিনের সেলিব্রেশনের ছবিতে এক নেটিজেন লিখেছেন, ‘২০১৯ সালে তো ৪৬তম পালন করেছিলেন, এখন ৫০তম পালন করছেন।’ অন্য একজন লিখেছেন, ‘আগের বার ৫১ ছিলেন, এখন ৫০ এবং পরের বার ২০ হয়ে যাবেন।’ একজন বলেছেন, ‘এনার ৫২ বছর বয়স হয়েছে..’, এক ব্যবহারকারী লিখেছেন, ‘এনিয়ে প্রতি বছর ৫০ বছর বয়স হয়...’ । কর্মক্ষেত্রে মালাইকাকে 'থামা' ছবিতে দেখা গিয়েছে। একটি আইটেম নম্বর করেছেন তিনি। সেখানে তাঁকে রশ্মিকার সঙ্গে নাচতে দেখা গিয়েছে। নেটিজেনরা অবশ্য বলেছেন, বয়সের বিরাট পার্থক্য থাকা সত্ত্বেও, মালাইকা যেন পাল্লা দিচ্ছেন রশ্মিকাকে।

Continues below advertisement

অন্যদিকে, সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে এক সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, 'আমি সমস্ত অযাচিত মন্তব্য, অযাচিত বক্তব্যকে নিজের কাছে আসার সমস্ত পথ বন্ধ করে দিই। এটা আমার প্রথম ধাপ। আমার সম্পর্কে কী আলোচনা হচ্ছে, কী কী নেতিবাচক কথাবার্তা হচ্ছে সেগুলো শুনি না। জীবনের সবকিছু নেতিবাচক হতে পারে না। কিছু কিছু ইতিবাচক দিন অবশ্যই রয়েছে। সেইদিকে মন দিই আমি। কাজে ব্যস্ত থাকি।' মালাইকা জানিয়েছেন, প্রথম প্রথম তাঁকে তাঁর সম্পর্কে ব্যক্তিগত কথা ভীষণভাবে আঘাত করত তাঁকে। তিনি ভীষণভাবে আহত হতেন, ভাবতেন কেন তাঁকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তবে তিনি বর্তমানে সেই বিষয়গুলি তিনি মানিয়ে নিয়েছেন। তিনি মেনে নিয়েছেন যে এই সমস্ত পরিস্থিতি তাঁকে ভবিষ্যতে গিয়ে আরও কঠিন, আরও সাবলীল করে গড়ে তুলবে।