কলকাতা: বলিউডে সত্যিকরের বন্ধুত্বের বড়ই অভাব। কিন্তু বলিউডে যে মুষ্ঠিমেয় বন্ধুত্বের কথা সবারই জানা, তাদের মধ্যে অন্যতম হল করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও মালাইকা অরোরা (Malaika Arora)-র বন্ধুত্ব। গতকাল অর্থাৎ বুধবারই মালাইকার জীবনে নেমে এসেছে একটি গভীর শোক। মালাইকার বাবা আত্মহত্যা করেছেন বলে সূত্রের খবর। প্রয়াত হয়েছেন অভিনেত্রীর বাবা। আর এই পরিস্থিতিতে, প্রিয় বন্ধুর পাশে দাঁড়াতেই ছুটে গিয়েছেন করিনা কপূর খান। শোনা যাচ্ছে, মালাইকার জন্য আগামী সমস্ত কাজই নাকি বাতিল করে দিয়েছেন তিনি। 


কী হয়েছে মালাইকার? বুধবার বেলার দিকে হঠাৎ খবর পাওয়া যায়, বান্দ্রার একটি বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন তাঁর বাবা। খবর পেয়েই তড়ঘড়ি ঘটনাস্থলে পৌঁছন মালাইকা। ঘটনাস্থলে পৌঁছন আরবাজ খান থেকে শুরু করে অর্জুন কপূর, করিনা কপূর খান, সইফ আলি খান, কাজল ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও। কঠিন সময়ে মালাইকার পাশে দাঁড়িয়েছেন সবাই। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও এদিন প্রাক্তন শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছন আরবাজ। পুলিশের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। ঘটনাস্থলে পৌঁছেছিলেন অর্জুনও। মালাইকার সঙ্গেই তাঁরে থাকতে দেখা গেল। সবাই চলে যাওয়ার পরেও অর্জুন শেষ পর্যন্ত ছিলেন মালাইকার সঙ্গে। একেবারে মালাইকাকে গাড়িতে তুলে দিয়ে তারপরে যান অর্জুন। 


মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন মালাইকার বাবা। মালাইকার যখন ১১ বছর বয়স, সেই সময় বিবাহবিচ্ছেদ ঘটে তাঁর মা ও বাবার। মা জয়েশের সঙ্গেই থাকতেন মালাইকা এবং তাঁর বোন অমৃতা। একটি সাক্ষাৎকারে নিজেকে মায়ের ঘনিষ্ঠ বলেই জানিয়েছিলেন মালাইকা। তবে বাবার সঙ্গেও সম্পর্ক সহজ হয়ে গিয়েছে বলে জানান। আরবাজের সঙ্গে দাম্পত্য যখন স্বাভাবিক ছিল, সেই সময় একসঙ্গে প্রায়শই দেখা যেত তাঁদের। এদিনও মালাইকার বাবা আত্মঘাতী হয়েছেন জেনে সবার আগে ছুটে যান আরবাজ। পুলিশের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে।


অন্যদিকে এদিন বন্ধুর পাশে থাকলে পৌঁছে গিয়েছিলেন করিনা কপূরও। শোনা যাচ্ছে, তিনি আগামী বেশ কয়েকটা দিনের কাজ বাতিল করে দিয়েছেন। সম্প্রতি তাঁর একটি ইভেন্ট ছিল। একটি বিপণী সংস্থার। সেটাও বাতিল করে দিয়েছেন করিনা। আগামী কয়েকদিনের শ্যুটিংও বাতিল করেছেন তিনি। মালাইকার পাশে থাকাই যেন এখন তাঁর একমাত্র লক্ষ্য। মালাইকা ও করিনার বন্ধুত্ব দীর্ঘদিনের। কঠিন সময়ে তাই বন্ধুর পাশে থাকতেই এই সিদ্ধান্ত করিনার। 


আরও পড়ুন: Swastika Mukherjee: ছবির প্রচারও করব, আন্দোলনেও থাকব.. বেশ করব: স্বস্তিকা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।