কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির পোস্টার শেয়ার করে চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। রাস্তায় নেমে আন্দোলন করছেন যখন, তখন তাঁর ছবির প্রচারকে যেন মেনে নিতে পারেনি অনেক নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার কটাক্ষের মুখে অবশেষে, ছবির প্রচার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই বছর পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'টেক্কা'। সেই ছবির প্রচারের ফাঁকেই স্বস্তিকা জানালেন, 'তিনি পুজোয় আছেন, উৎসবে নেই'।
আরজি করে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্বস্তিকা। প্রতিবাদ করেছেন, রাতের পর রাত বসে থেকেছেন রাস্তায়। তবে তাঁর সোশ্যাল মিডিয়ার ওয়ালে আন্দোলনের পাশাপাশি জায়গা করে নিয়েছে ছবির প্রচারও। কেন এই দুটো দিকই বজায় রেখে চলতে চান অভিনেত্রী? স্বস্তিকা বলছেন, 'আমি পেশায় অভিনেতা। সংসারও চলে অভিনয় করেই। আর শুধু আমারই নয়, আরও দশটা মানুষের সংসারও চলে। তারা আমার ওপরেও নির্ভরশীল! আমার কাজ ভালোবেসে করি, ওটাই আমার প্যাশন! ওটাই আমার ভাত কাপড় জোটায়। বাকি সকলকে যেমন কাজ সামলে এই আন্দোলনে সাড়া দিচ্ছেন, আমিও তার চেয়ে আলাদা নই। আমরা যারা তিলোত্তমা তাদের নিজের তাগিদেও এ লড়াইয়ে সামিল হওয়া।'
রাত দখলের রাস্তা থেকেই রাস্তায় ছিলেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলই প্রতিবাদের কথা, প্রতিবাদের ভাষা। স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিচ্ছেন আন্দোলনেরই বিভিন্ন ভাষা, বিভিন্ন ছবি। তবে সদ্য টেক্কা-র পোস্টার শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা। এই ছবিতে অভিনয় করছেন দেব ও রুক্মিণীও। পোস্টারে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে প্রত্যেকটা চরিত্রকেই। স্বস্তিকা আরও লিখেছেন, 'এই বার্তা সবার জন্যে, যারা ছোটো করছেন, বাকিদের যাঁরা আন্দোলনের পাশাপাশি ভাতের লড়াইটাও করছেন! পুজো না হয় একা করলেন, উৎসব সবাই মিলে করতে হয়। আমি পুজোয় আছি, উৎসবে নেই। আমি নেই, এ আমার একান্তই ব্যক্তিগত স্টান্স! আপনাদের তো বলিনি যে, থাকবেন কী থাকবেন না। আপনাদের ইচ্ছে হলে থাকবেন না হলে থাকবেন না। ইচ্ছে হলে আমার সিনেমা দেখবেন না হলে দেখবেন না। আমার কাজের প্রতি আমার দায় আছে, দায়িত্ব আছে। আমি প্রচার করার জন্য চুক্তিবদ্ধ। আমি কাজের প্রতি ভালোবাসার জায়গা থেকে প্রচারও করব নতুন ছবির, আবার আন্দোলনেও থাকবো। দু’টোই করবো । এবং বেশ করবো। প্রতিবাদ করছি বলে কিছু মানুষ দেখলাম তার প্রতিবাদ করছেন। অদ্ভুত, এ প্রথম দেখলাম এমন। অসুবিধা নেই। আর কোন কৈফিয়তও আমি দেবো না। আন্দোলন দীর্ঘজীবি হউক।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।