মালাইকা ঢুকছেন সেলুনে, ছবিতে দেখুন
১৯৯৮-এ সলমন খানের ভাই আরবাজের সঙ্গে বিয়ে হয় মালাইকার। ১৮ বছর সেই সম্পর্ক টিকে থাকে।২০১৬-য় দুজনে পৃথক হওয়ার সিদ্ধান্ত নেন। এখন যে যার মতো রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন তো কোনও সিনেমায় মালাইকার আইটেম নম্বর না থাকলে মন ভরে না দর্শকদের।
টিভি চ্যানেল এমটিভি দিয়ে কেরিয়ারের শুরু। সেখান থেকে সিনেমায়।
তারপর থেকে তিনি চেম্বুরে থাকতেন মা অমৃতা অরোরা সঙ্গে। সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা।
মহারাষ্ট্রের ঠানেতে তাঁর জন্ম। মাত্র ১১ বছর বয়সে কঠোর বাস্তবের সামনে পড়েন তিনি। তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে যায়।
ছাইয়া ছাইয়া, মাহি বে, কাল ধমাল এর মতো হিট গানে মাতিয়েছেন। তিনি। ২০০৮ সালে স্বামী আরবাজ খানের প্রোডাকশন হাউসে যোগ দেন তিনি।
মালাইকা মডেল, টিভি উপস্থাপক। অভিনেত্রী।
সঙ্গে করিনা কপূর খান, অমৃতা অরোরা।
এর আগে মালাইকাকে হামেশাই পার্টি মুডে দেখা গিয়েছে।দিনকয়েক আগে ইস্টার ডে পার্টিতে তাঁকে দেখা যায়, মজা করছেন অভিনতা সঞ্জয় কপূরের বাড়িতে।
আগের মতোই ফিট।
মালাইকা অরোরা খান। সম্প্রতি তাঁকে দেখা গেল, গরমের পোশাকে রেঞ্জ রোভার থেকে নেমে সেলুনে ঢুকছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -