Nivin Pauly: ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে জনপ্রিয় মালয়ালম অভিনেতা (Malayalam Actor) নিভিন পউলির (Nivin Pauly) বিরুদ্ধে। অভিনয় দক্ষতায় দর্শকমহলে বরাবরই জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা। তাঁর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসায় হতবাক সকলেই। নিভিনের বিরুদ্ধে অভিযোগ, সিনেমায় সুযোগ পাইয়ে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে গতবছর অর্থাৎ ২০২৩ সালে দুবাইয়ের একটি হোটেলে এক মহিলাকে ধর্ষণ করেছেন তিনি। এই মর্মেই ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন। নিজের এফআইআর- এ মোট ৬ জনের নাম উল্লেখ করেছেন ওই মহিলা। সেখানে রয়েছে এক প্রযোজকের নামও। সূত্রের খবর, এফআইআর- এ ষষ্ঠ অভিযুক্ত হিসেবে নিভিনের নাম লিখেছেন ওই মহিলা। জানা গিয়েছে, এই মহিলা এর্নাকুলাম জেলার বাসিন্দা।
এই গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন নিভিন পউলি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, এই ঘটনা সম্পূর্ণ অসত্য। এই অভিযোগ ভিত্তিহীন তা প্রমাণের জন্য যতদূর যেতে হয় যাব। যারা এর সঙ্গে যুক্ত তাদের প্রকাশ্যে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি অভিনেতা যে এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে চলেছেন সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।
ইতিমধ্যেই একটি সাংবাদিক বৈঠকও করেছেন মালয়ালম অভিনেতা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নিভিন জানিয়েছেন তিনি ওই মহিলাকে চেনেন না। কোনও দিন দেখেননি। সম্পূর্ণটাই ভিত্তিহীন অভিযুক্ত। নিভিনের কথায়, 'আমার একটা পরিবার রয়েছে। এই খবর আমাদের উপর প্রভাব ফেলছে। আমি সাংবাদিক বৈঠক করছি কারণ আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমি দোষী নই।' এই গোটা ঘটনায় অভিনেতার তরফেও দায়ের করা হয়েছে একটি এফআইআর। নিভিন জানিয়েছেন, আইনের পথেই এগোবেন তিনি। লড়বেনও আইনের পথ ধরেই। সত্য প্রমাণের জন্য যতদূর যেতে হয় যাবেন। তবে এতে যে সময় লাগবে সেই কথাও বলেছেন অভিনেতা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।